গত ২৬ ডিসেম্বর স্বামীজির জন্মতিথি পালনের পর ২৭ তারিখ বেলুড় মঠ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। কারণ করোনা আক্রান্তের সংখ্যা বিপুল পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ভিড় এড়াতে চেয়েছিল বেলুড় মঠ কর্তৃপক্ষ৷
আরও পড়ুন: জাতি-ধর্ম-বর্ণ ভুলে সবার একসঙ্গে খিচুড়ি খাওয়া, সরগরম পূর্ব বর্ধমানের উরশ উৎসব
প্রথমে ঠিক ছিল, ৩ জানুয়ারি পর্যন্ত বেলুড় মঠ বন্ধ থাকবে। কিন্তু পরবর্তীকালে অনির্দিষ্টকালের জন্য মঠ বন্ধ করে দেওয়া হয়। রাজ্য জুড়েও জারি হয় সরকারি বিধিনিষেধ৷
advertisement
আরও পড়ুন: মায়ের কোল থেকে গণেশকে তুলে নেন নিঃসন্তান দম্পতি! রোমহর্ষক পুজোর রীতি 'এই' শহরে
তবে গত কয়েক সপ্তাহে রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে৷ দৈনিক আক্রান্তের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে৷ সেই কারণেই বেলুড় মঠের অছি পরিষদের বৈঠকে ফের মঠ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়৷ আজ ২৩ ফেব্রুয়ারি থেকে সমস্ত রকম কোভিড বিধি মেনে ভক্তদের জন্য খুলে গেল বেলুড় মঠ।
বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং বিকেল সাড়ে ৩টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভক্তরা মঠে প্রবেশ করতে পারবেন। এই সময়ের মধ্যে ঠাকুর দর্শন, মহারাজকে দূর থেকে প্রণাম ইত্যাদি হলেও আরতি দেখা যাবে না বা কোনও প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকছে না। শুধুমাত্র আগামী ৪ মার্চ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম তিথিতে ভক্তদের প্রবেশের সময়সীমা বাড়ানো এবং প্রসাদ বিতরণ করা হবে৷