রাজ্য স্বাস্থ্য দফতরের অধিকর্তা স্বপন সোরেন বৃহস্পতিবার ঝাড়গ্রামে স্বাস্থ্য পরিষেবা পরিদর্শনে এসে বলেন,”বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে আমরা সিমক্স সেন্টার তৈরি করতে চলেছি। কোন প্রসূতি মায়ের যদি সিজারেশন বা অপারেশন করতে হয় তা করা যাবে। সিজারেশন বা অপারেশন করার জন্য একটা ব্লাড সংরক্ষণ ইউনিটের প্রয়োজন হয়। সেই ব্লাড সংরক্ষণ ইউনিটেরও বন্দোবস্ত করা হবে। সুতরাং দূরবর্তী কোন মেডিক্যাল কলেজে যেতে হবে না গ্রামীণ হাসপাতালেই এই পরিষেবা পাওয়া যাবে”। রাজ্যের পালাবাদলের পর জঙ্গলমহলের স্বাস্থ্যপরিকাঠাম ঢেলে সাজানোহয়েছে। গ্রামেগঞ্জে তৈরি হয়েছে গ্রামীণ মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য সুস্বাস্থ্য কেন্দ্র। ব্লক এ রয়েছে গ্রামীণ হাসপাতাল এবং ঝাড়গ্রাম জেলায় তৈরি করা হয়েছিল তিনটি সুপার স্পেশালিটি হাসপাতাল।
advertisement
আরও পড়ুন : ৬ বছরের সমস্যার সমাধান হল মাত্র ৬০ দিনে! আটকে থাকা টাকা কী ভাবে হাতে এল, জেনে নিন
বেলপাহাড়ি এলাকার বাসিন্দা কাজল কান্তি পাল বলেন,”বেলপাহাড়ি থেকে গাড়িতে করে ঝাড়গ্রাম নিয়ে যেতে হয় যদি সিজার করার থাকে। রাস্তায় যেমন ভোগান্তি রয়েছে ঠিক তেমন জীবন হানির আশঙ্কা থাকে। বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে সিজার পরিষেবা চালু হলে এই এলাকার প্রসূতি মায়েরা ভোগান্তি থেকে মুক্তি পাবে। দ্রুত চালু হলে খুবই ভালো হয়”। বিনপুর দু’নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার বলেন,”হাসপাতালে এই পরিষেবা চালু হলে আমাদের এখানকার প্রত্যন্ত এলাকার মানুষজনকে আর ঝাড়গ্রাম ছুটতে হবে না। এই উদ্যোগ গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই”।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
ঝাড়গ্রাম, নয়াগ্রাম ও গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। তার মধ্যে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালকে ঝাড়গ্রাম গভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রূপান্তর করা হয়েছে। পঠন পাঠনশুরু হয়েছে মেডিকেল কলেজের।কিন্তু বেলপাহাড়ির মানুষের দীর্ঘদিনের অভিযোগ ছিল বেলপাহাড়িকে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত রাখা হয়েছে। দীর্ঘদিন থেকে পড়ে থাকা বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালের তেমন কোনও উন্নয়ন হয়নি। কিন্তু এবার সিজার পরিষেবা চালু হওয়ার খবর কানে আসতে খুশি বেলপাহাড়ির মানুষজন।
বুদ্ধদেব বেরা