আক্রান্ত মহিলা এবং এলাকার মানুষের সূত্র অনুযায়ী জানা যায়, নির্যাতিতা স্ত্রী খড়দহের বাসিন্দা। বেলঘরিয়ায় আত্মীয়র বাড়িতে এসেছিলেন। সেই সময় যখন আর্যনগরের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তাঁর স্বামী এবং সঙ্গে থাকা আরও দু’জন বন্ধু, মোট তিনজন জনে মিলে তাঁর গায়ে চেপে ধরে কেরোসিন তেল ঢেলে দেয়। তার পরে আগুন ধরিয়ে দেয়। গায়ের প্রায় বেশিরভাগ অংশ পুড়ে যায় ওই মহিলার। এলাকার মানুষ বেরিয়ে পড়ে তখন পুলিশকে খবর দেন।
advertisement
পুলিশ এলে স্থানীয়রা একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান আহত মহিলাকে। সেখান থেকে কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মহিলার অবস্থা আশঙ্কাজনক। তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেলঘরিয়া থানার পুলিশ অভিযুক্ত স্বামী এবং তার বন্ধুদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। প্রাথমিক সূত্রে অনুমান, অশান্তির জেরেই এমন ঘটনা। স্বামী-স্ত্রীর দাম্পত্যে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। তার পরেই এই ভয়াবহ ঘটনা।