TRENDING:

Hooghly news: ভোটের আগে বসেছিল পানীয় জলের কল! ফলাফলের পরই খোলার তোড়জোড়!

Last Updated:

ব্যান্ডেলের ডানলপ ফ্যাক্টারির শ্রমিক মহল্লা ভোটের দিন দশেক আগে নতুন পানীয় জলের কলের লাইন এসেছিল। ভোট মিটতেই আবার সেই কল খুলে নেওয়ার অভিযোগ এলাকাবাসীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: ভোটের দিন দশেক আগে নতুন কলের লাইন এসেছিল। দীর্ঘকালের মানুষের যে জলের সমস্যা, তার থেকে রেহাই পেতে একটিই মাত্র কল বসানো হয়েছিল। তবে ভোট মিটতেই আবার সেই কল খুলে নেওয়ার অভিযোগ এলাকাবাসীর। কারণ স্বরূপ ভোটের ফলাফল! ঘটনাটি ব্যান্ডেলের ডানলপ ফ্যাক্টারির শ্রমিক মহল্লার। স্থানীয় সূত্রে খবর, ডানলপের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই জলের কলের আবেদন করেছিলেন প্রশাসনের কাছে। ভোটের সময় বিধায়ক ওই এলাকায় প্রচারে গেলে স্থানীয় বাসিন্দারা তাকে ফের পানীয় জলের কল বসানো আবেদন করেন।
advertisement

আরও পড়ুন: প্লাস্টিকের রমরমায় অবলুপ্তির পথে হুগলির বেত শিল্প

সেই মত ভোটের দশদিন আগে বিধায়ক নিজের উদ্যোগে পুরসভার জলের লাইন থেকে একটি পয়েন্ট নিয়ে পঞ্চায়েত এলাকার পুরোনো ফ্যামিলি কোয়ার্টারের এস এম ব্লকে একটি মাত্র পানীয় জলের কল বাসানো হয়। তবে লোকসভা ভোটে হুগলি কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় জিতলেও চুঁচুড়া বিধানসভাতে তিনি পিছিয়ে ছিলেন। সেই সঙ্গে পিছিয়ে ছিলেন ব্যান্ডেল পঞ্চায়েতের ওই কয়েকটি বুথেও। এরপরেই সোমবার পঞ্চায়েত থেকে কলের মিস্ত্রী গিয়ে ওই কলটি সংযোগ বিছিন্ন করতে গেলে স্থানীয় বাসিন্দাদের বাঁধার মুখে পরে তারা।

advertisement

আরও পড়ুন: ষাঁড়ের ভয়ে পগারপার! বাড়ির বাইরে বেরোতে চাইছে না কেউ

View More

এক বাসিন্দা জানান ভোটের আগে বলেছিলএক সপ্তাহের মধ্যে প্রত্যেকের বাড়ি জল পৌছিয়ে দেব।আর ভোট মিটতেই বলা হচ্ছে ডানলপের লোকেরা তৃণমূলকে ভোট দেয়নি তাই শাস্তি হিসেবে জল বন্ধ করে দেওয়া হবে। একজন শত্রুকেও জল দেয় কিন্তু এই জল নিয়ে রাজনীতি হচ্ছে। যদিও এ বিষয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান জলের কল বিচ্ছিন্ন করার কোনোরকম নির্দেশ তারা দেননি। এর পিছনে ষড়যন্ত্র দেখছেন বিধায়ক।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly news: ভোটের আগে বসেছিল পানীয় জলের কল! ফলাফলের পরই খোলার তোড়জোড়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল