TRENDING:

Durga Puja 2024: পুজোর আগে উপচে পড়া ভিড় বর্ধমানের এই হাটে, খুশি বিক্রেতারা

Last Updated:

Durga Puja 2024: ভিড় হচ্ছে, আমাদের বিক্রিও ভালই হচ্ছে। পুজোর এখনও কিছুদিন বাকি রয়েছে। আশা করছি আরও বেশি বেচাকেনা হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: দেবী দুর্গার আগমনের আর কটা দিন বাকি। তার আগেই জমে উঠল তাঁতের হাট। কমবেশী এই পুজোর দিকে তাকিয়ে অপেক্ষা করে থাকেন অনেকেই। সেরকমই এবার পুজোকে সামনে রেখে ধীরে ধীরে ছন্দে ফিরেছে সমস্ত ব্যবসা। পুজো আসতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। সেরকমই ভাদ্র মাসে জমে উঠেছে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমুদ্রগড়ের তাঁত কাপড় হাট। এদিন সকাল থেকেই হাটে ধীরে ধীরে মানুষ ভিড় জমাতে থাকেন। বেচা কেনাও ভালোহয়েছে বলে জানিয়েছেন হাটে বসা কাপড়ের ব্যবসায়ীরা।
advertisement

এই প্রসঙ্গে কাপড় বিক্রেতা ননী সূত্রধর জানিয়েছেন, “ভিড় হচ্ছে, আমাদের বিক্রিও ভালই হচ্ছে। পুজোর এখনও কিছুদিন বাকি রয়েছে। আশা করছি আরও বেশি বেচাকেনা হবে।”

গনেশ চন্দ্র কর্মকার তাঁত কাপড় নামক এই হাট মূলত তাঁতিদের এলাকা। সমুদ্রগড়, ধাত্রীগ্রাম, পূর্বস্থলী, শ্রীরামপুর, কালনা এই সকল এলাকায় বসবাস করেন তাঁতিরা। পূর্ব বর্ধমানের এই সকল এলাকায় প্রায় কিছু না হলেও হাজার হাজার তাঁতি বসবাস করেন। তাদের উৎপাদিত কাপড় এই হাটে আসে। সেইসব কাপড় অন্যান্য জায়গার থেকে এখানে অনেক কম দামে পাওয়া যায়। কারণ এখানে উৎপাদন এলাকা রয়েছে, তাই সরাসরি উৎপাদন হয়ে হাটে চলে আসে। ভিন রাজ্যের পাইকাররাও এখানে এসে কাপড় কিনে নিয়ে যান।

advertisement

আরও পড়ুন: কুকুরকে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, রাস্তাতেই মৃত্যু বধূর

এই প্রসঙ্গে হাটের মালিক সুবীর কর্মকার জানান, “সারাবছর ডামাডোল চললেও পুজোর আগে এই একমাস ভাল কেনাবেচা হয়। ব্যবসায়ীরা খুব আনন্দে, আশায় থাকে। আশা করছি এবারেও বিক্রিবাটা ভালই হবে।”মালদা, শিলিগুড়ি, হুগলি, নামখানা থেকেও পাইকাররা পূর্ব বর্ধমানের এই হাটে কাপড় কিনতে আসে। পুজোর আগে প্রত্যেকবছর যেন জমজমাট হয়ে ওঠে পূর্ব বর্ধমানের এই হাট।

advertisement

সেরকমই এবছরও এই হাটে জোরকদমে চলছে বিক্রিবাটা। পুজো যেরকম এগিয়ে আসছে ততই ভিড় বাড়তে শুরু করেছে এই হাটে। এই হাটে বিভিন্ন সময় গড়ে কোটি কোটি টাকার কেনাবেচা হত। স্বাভাবিক ভাবেই পুজোর আগে হাটে ভাল ভিড় হওয়ায় এবং বেচাকেনা ভাল হওয়ার কারণে হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে। আগামী দিনে আরও ভাল বেচাকেনা হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: পুজোর আগে উপচে পড়া ভিড় বর্ধমানের এই হাটে, খুশি বিক্রেতারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল