TRENDING:

Durga Puja 2024: এই প্রথম বর্ধমানের সেপাই ঘোড়া সাজাবে কলকাতার পুজো প্যান্ডেল, দেখুন

Last Updated:

Durga Puja 2024: পুজো মণ্ডপে আসা দর্শনার্থীদের সামনে ফুটে উঠবে পূর্ব বর্ধমানের এই গ্রামের শিল্পকর্ম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: দুর্গাপুজোর আগে সেপাই ঘোড়া পাড়ি দেবে কলকাতা। জোর কদমে চলছে তারই প্রস্তুতি। দিন কয়েক পরেই দুর্গাপুজো। বাঙালির সবথেকে বড় উৎসব। জায়গায় জায়গায় এখন জোর কদমে চলছে মণ্ডপ সজ্জার কাজ। দুর্গা পুজো উপলক্ষ্যে প্রতি বছর নতুন বিষয় ভাবনা নিয়ে হাজির হয় পুজো উদ্যোক্তারা। বিভিন্ন থিমে সাজিয়ে তোলা হয় পুজো মণ্ডপ। তেমনই কলকাতার একটি পুজো মণ্ডপ সেজে উঠবে পূর্ব বর্ধমানের নতুনগ্রামের কাঠের পুতুল দিয়ে।
advertisement

পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ ব্লকের অন্তর্গত এই গ্রামটি বিখ্যাত তার কাঠের পুতুলের জন্য। সারা বছর দেশ বিদেশের বিভিন্ন জায়গায় পাড়ি দেয় এখানকার শিল্পীদের হাতের কাজ। আর পুজোর আগে তাদের তৈরি জিনিস চলে যায় মন্ডপ সজ্জার জন্য। এবার কলকাতার একটি পুজো মণ্ডপ থেকে অর্ডার পেয়েছেন নতুন গ্রামের শিল্পী অমল ভাস্কর। তিনি জানিয়েছেন এই বার তিনি অর্ডার পেয়েছেন সেপাই ঘোড়া প্রস্তুত করার।

advertisement

আরও পড়ুনঃ বিশেষভাবে সক্ষমদের জন্য বিনামূল্যে পাঠদান ও কর্মসংস্থানের উদ্যোগ নিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়

সেই মত এখন জোর কদমে কাজ করছেন শিল্পী অমল বাবু। এই প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যেক বছর আমার তৈরি শিল্পকর্ম পুজোর জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় যায়। এই গ্রামের শিল্পীদের শিল্পকর্ম দিয়ে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় পুজো প্যান্ডেল সেজে ওঠে। এবছর কাঠের পেঁচা , দুর্গা সহ আকর্ষণীয় হচ্ছে সেপাই ঘোড়া। যা পাড়ি দেবে কলকাতা। এবছর সব মিলিয়ে আমার পুজোর জন্য দুই থেকে তিন লক্ষ টাকার অর্ডার এসেছে। আমার তৈরি শিল্পকর্ম দিয়ে কলকাতার পুজো মণ্ডপ সেজে উঠবে এটা খুবই আনন্দের বিষয়।

advertisement

View More

সেপাই ঘোড়ার পুতুল ছাড়াও, নতুনগ্রামের বিখ্যাত রাজা রানী, লক্ষী পেঁচাও তৈরি হচ্ছে। দিন কয়েকের মধ্যেই এই সব জিনিস পাড়ি দেবে কলকাতার উদ্দেশ্যে।আর তার পর পুজোর দিন গুলিতে সংশ্লিষ্ট পুজো মণ্ডপে আসা দর্শনার্থীদের সামনে ফুটে উঠবে পূর্ব বর্ধমানের এই গ্রামের শিল্পকর্ম।

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: এই প্রথম বর্ধমানের সেপাই ঘোড়া সাজাবে কলকাতার পুজো প্যান্ডেল, দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল