পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ ব্লকের অন্তর্গত এই গ্রামটি বিখ্যাত তার কাঠের পুতুলের জন্য। সারা বছর দেশ বিদেশের বিভিন্ন জায়গায় পাড়ি দেয় এখানকার শিল্পীদের হাতের কাজ। আর পুজোর আগে তাদের তৈরি জিনিস চলে যায় মন্ডপ সজ্জার জন্য। এবার কলকাতার একটি পুজো মণ্ডপ থেকে অর্ডার পেয়েছেন নতুন গ্রামের শিল্পী অমল ভাস্কর। তিনি জানিয়েছেন এই বার তিনি অর্ডার পেয়েছেন সেপাই ঘোড়া প্রস্তুত করার।
advertisement
আরও পড়ুনঃ বিশেষভাবে সক্ষমদের জন্য বিনামূল্যে পাঠদান ও কর্মসংস্থানের উদ্যোগ নিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়
সেই মত এখন জোর কদমে কাজ করছেন শিল্পী অমল বাবু। এই প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যেক বছর আমার তৈরি শিল্পকর্ম পুজোর জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় যায়। এই গ্রামের শিল্পীদের শিল্পকর্ম দিয়ে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় পুজো প্যান্ডেল সেজে ওঠে। এবছর কাঠের পেঁচা , দুর্গা সহ আকর্ষণীয় হচ্ছে সেপাই ঘোড়া। যা পাড়ি দেবে কলকাতা। এবছর সব মিলিয়ে আমার পুজোর জন্য দুই থেকে তিন লক্ষ টাকার অর্ডার এসেছে। আমার তৈরি শিল্পকর্ম দিয়ে কলকাতার পুজো মণ্ডপ সেজে উঠবে এটা খুবই আনন্দের বিষয়।
সেপাই ঘোড়ার পুতুল ছাড়াও, নতুনগ্রামের বিখ্যাত রাজা রানী, লক্ষী পেঁচাও তৈরি হচ্ছে। দিন কয়েকের মধ্যেই এই সব জিনিস পাড়ি দেবে কলকাতার উদ্দেশ্যে।আর তার পর পুজোর দিন গুলিতে সংশ্লিষ্ট পুজো মণ্ডপে আসা দর্শনার্থীদের সামনে ফুটে উঠবে পূর্ব বর্ধমানের এই গ্রামের শিল্পকর্ম।
বনোয়ারীলাল চৌধুরী