বোলপুর মহকুমার চৌহট্টা মহোদরী-১ পঞ্চায়েতের অধীন কালিকাপুর আদিবাসী গ্রামে গেলেই এই অপূর্ব দৃশ্য দেখতে পাবেন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে দশজন গাইড শিল্পী হাজির ছিলেন। এছাড়াও একদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের বিখ্যাত অভিনেতা রাজীব বার্মা, তাঁর স্ত্রী তথা জয়া ভাদুরীর বোন রীতা ভাদুরী এবং প্রদীপ ভট্টাচার্যের মত বড়ো মাপের নাট্য ব্যক্তিত্ব। বক্রেশ্বর নদীর ধারে ১৩ বিঘা জমিতে গড়ে উঠেছে গুরুকুল নাট্য আশ্রম।বীরভূম সংস্কৃতি সংস্থার উদ্যোগে সেখানে কোভিভ সময় থেকে চলছে বাচ্চাদের স্কুল।
advertisement
আরও পড়ুন: বিলুপ্তির পথে মালদহের বেশ কিছু আম! বাঁচাতে বিশেষ প্রদর্শনী
এখানে ৭০ জন আদিবাসী শিশু পড়াশোনা ছাড়াও নাচ, গান, আবৃত্তি এবং অঙ্কন শেখে। পাশাপাশি। এখানে চাষবাস করে ওই পড়ুয়ারাই। বিভিন্ন সবজি উৎপাদন করেন তারা। শুধু তাই নয়, এখানে নাটকের ওয়ার্কশপ হয়। ইতালি থেকে জুলিয়ার দলও ওয়ার্কশপ করেছেন এই নাট্য আশ্রমে। আদিবাসী নাট্যগ্রামে আদিবাসী ঘরাণায় ঘর। বীরভূম সংস্কৃতি বাহিনীর কর্ণধার উজ্জ্বল মুখোপাধ্যায় এই একদিনের তুলি রং দিয়ে প্রকৃতিতে আঁকড়ে ধরার নির্দেশক। তিনি জানান, নাটক একটি মিশ্র কলা। সংস্কৃতির সমাহার। তাই শুধু নাটক নয়, আছে সঙ্গীত, নৃত্য, অঙ্কন – সবটা মিলে একটা ছবি।
সৌভিক রায়