TRENDING:

টুনটুনি, ইঁদুর, বেজি, আবেগঘন মুহূর্ত! মেহগনি কাঠের স্কাল্পচারেই জ্যান্ত হয়ে উঠছে বাংলা কুটির শিল্প

Last Updated:

North 24 Parganas News: বানীপুর মেলায় এসব কাঠের কারুকার্য দেখেও আকৃষ্ট হচ্ছেন মানুষজন। বিভিন্ন ধরনের মডেল যেমন প্রেমিক-প্রেমিকাকে ভালোবাসার মুহূর্ত, আধুনিক যুগে মোবাইল ব্যবহার সহ ছোট পাখির নানা ধরণের মূর্তি এখন অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন ঘর সাজানো বা উপহারে দেওয়ার জন্য। কাঠের স্কাল্পচারেই যেন এভাবে জীবন্ত হয়ে উঠছে বাংলা কুটির শিল্প!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: কাঠের স্কাল্পচারেই যেন জীবন্ত হয়ে উঠছে বাংলা কুটির শিল্প। মেহগনি কাঠের উপর সূক্ষ্ম হাতে তৈরি স্কাল্পচার আজকাল ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এই ধরনের শিল্পকর্মে ফুটে উঠছে মানুষের দৈনন্দিন জীবন, সম্পর্ক এবং আবেগঘন মুহূর্ত।
advertisement

শিল্পীরা কাঠের নানান টুকরোকে নিখুঁতভাবে গঠন দিয়ে তৈরি করছেন টুনটুনি, ইঁদুর, বেজি, মায়েদের সন্তানকে আগলে রাখার মুহূর্ত, শ্রমিকের কঠোর পরিশ্রমের চিত্র সহ বিভিন্ন দেব দেবতা এবং মনীষীর মূর্তি। শিল্পীরা জানান, মেহগনি কাঠ নরম প্রকৃতির এবং তার উপর কাজ করা সহজ হওয়ায়, এই কাঠের উপরই বিভিন্ন স্কাল্পচার তৈরি করা হয়।

আরও পড়ুন- ভোর ৪টেয় তাজমহল দেখে শিউরে উঠলেন বিদেশিনী…! ভিডিও করে বললেন ‘এমন ভুল করবেন না!’ কেন জানেন?

advertisement

আরও পড়ুন- সারাদিন দরজা বন্ধ, একঘরে গেঞ্জি পরে ৩ বন্ধু খেলত এই ‘গেম’…! তার পর? শিউরে উঠবেন জানলে

এই কাঠের ব্যবহারে কাজের ফিনিশিংও হয় অত্যন্ত দৃষ্টিনন্দন, যা ক্রেতাদের আকৃষ্ট করে। বানীপুর মেলায় এসব কাঠের কারুকার্য দেখেও আকৃষ্ট হচ্ছেন মানুষজন। বিভিন্ন ধরনের মডেল যেমন প্রেমিক-প্রেমিকাকে ভালোবাসার মুহূর্ত, আধুনিক যুগে মোবাইল ব্যবহার সহ ছোট পাখির নানা ধরণের মূর্তি এখন অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন ঘর সাজানো বা উপহারে দেওয়ার জন্য।

advertisement

দারুণ! বিনা পয়সার এক পাতাতেই ঘায়েল হাজার ‘রোগ’…! দাঁতে ব্যথা, পেটের রোগ বলবে ‘বাই’, কী ভাবে খাবেন? 

মেহগনি কাঠের উপর এই ধরনের শিল্পকর্মের দাম ৫০০ টাকা থেকে শুরু করে ৫০,০০০ টাকাও হতে পারে, যা শিল্পীর দক্ষতা এবং কাঠের কাজের জটিলতার উপর নির্ভর করে বলেও জানা গিয়েছে। আর তাই এর মধ্যে দিয়েই যেন বেঁচে রয়েছে বাংলার ঐতিহ্যবাহী কুটির শিল্প, যা এখনও শিল্পীদের রুটি রুজির পাশাপাশি বজায় রেখেছে শিল্প সৃষ্টির কদর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টুনটুনি, ইঁদুর, বেজি, আবেগঘন মুহূর্ত! মেহগনি কাঠের স্কাল্পচারেই জ্যান্ত হয়ে উঠছে বাংলা কুটির শিল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল