TRENDING:

আপনার বাইকে কি কান ফাটানো আওয়াজ হয়? তাহলে এখনই সাবধান হয়ে যান! যা ঘটল...

Last Updated:

আপনি কি উচ্চ শব্দে মোটর বাইক চালিয়ে থাকেন। তাহলে সাবধান হন আজই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: আপনি কি উচ্চ শব্দে মোটর বাইক চালিয়ে থাকেন। তাহলে সাবধান হন আজই। কারণ মুর্শিদাবাদে যা ঘটছে তাতে হতে পারে উল্টো বিপত্তি। এলাকায় অতিরিক্ত শব্দের সাইলেন্সার লাগানো বাইকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে ট্রাফিক পুলিশ।
advertisement

ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিশেষ অভিযান চালিয়ে রাস্তায় চলন্ত এমন বহু বাইক চিহ্নিত করা হচ্ছে, যেগুলিতে বেআইনিভাবে অতিরিক্তভাবে বিকট শব্দের সাইলেন্সার লাগানো হয়েছিল। এই ধরনের সাইলেন্সার ব্যবহার করে বাইক চলাচলের সময় বিকট আওয়াজে পথচলতি সাধারণ মানুষ রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন বলে অভিযোগ।

আরও পড়ুন: জন্মাষ্টমীর মধ্যরাতে অন্ধকারে ঢাকবে দিঘার জগন্নাথ মন্দির! কয়েক মুহূর্তের মধ্যে যা ঘটবে…

advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শব্দ দূষণ রুখতে হরিহরপাড়া থানার কড়া পদক্ষেপ, মোটর বাইকের সাইলেন্সার খুলে দিল পুলিশ। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিশ শব্দ দূষণ বিরোধী অভিযান চালিয়ে একটি পালসার N S মোটর বাইক আটক করে। জানা যায়, ওই মোটর বাইকের সাইলেন্সার থেকে প্রচণ্ড শব্দ বের হচ্ছিল, যা আশপাশের মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। নির্দিষ্ট ধারায় ফাইন করার পাশাপাশি পুলিশ নিজেরাই মিস্ত্রি ডেকে বাইকটির বেআইনি সাইলেন্সার খুলে ফেলে, তার জায়গায় নতুন সাধারণ সাইলেন্সার বসিয়ে দেয়। পুলিশের এই পদক্ষেপ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে, কারণ এতে একদিকে শব্দ দূষণ কমবে, অন্যদিকে মোটরসাইকেল আরোহীদেরও সচেতন করবে।

advertisement

View More

আরও পড়ুন: নিম্নচাপের অবস্থান আপাতত কোথায়? সপ্তাহান্তে রাজ্যে কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন

পুলিশ সূত্রে এও জানা গিয়েছে, যেসব বাইকে বেআইনি সাইলেন্সার বসানো ছিল, সেগুলি আটক করে বাইক চালকদের বোঝানো হয় এই শব্দদূষণের প্রভাব সম্পর্কে। পরে স্থানীয় মেকানিকদের সহযোগিতায় বাইক থেকে সেই অতিরিক্ত শব্দের সাইলেন্সার পাইপও খুলে দেওয়া হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আপনার বাইকে কি কান ফাটানো আওয়াজ হয়? তাহলে এখনই সাবধান হয়ে যান! যা ঘটল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল