TRENDING:

Bazar Bag: ব্যাগ না নিয়েই বাজার যাচ্ছেন,ভাবছেন বাজারে ক্যারিব্যাগ পেয়ে যাবেন, ধরা পড়লে কী হবে জানেন?

Last Updated:

Bazar Bag: ৭৫ মাইক্রন এর নীচে পলিথিন ব্যবহার করলেই হতে পারে জরিমানা। বাজার বেরোলে অবশ্যই সঙ্গে নিয়ে বেরোন থলি ব্যাগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বিশেষজ্ঞরা পরামর্শ দেন সারাদিন টাটকা সবজি ও ফল খাওয়া প্রয়োজন। আর টাটকা সবজি খাওয়ার জন্য প্রত্যেক দিন সকালবেলায় নিয়ম করে বেরিয়ে পড়েন বাজারে! তবে পকেটে শুধু টাকা আর মোবাইল থাকে? হাতে কোনও ব্যাগ নিয়ে বেরোন না। আর ব্যাগ নিয়ে না যাওয়াই হয়ত স্বাভাবিক। কারণ এটা ভেবে রেখেছেন,বাজার গেলেই হয়ত প্লাস্টিকের ক্যারিব্যাগে যে কোনও সবজি টুক করেই বাড়ি নিয়ে পৌঁছে যাবেন। তবে এই চিন্তাভাবনা আপাতত বর্তমানে থাকলে ভয়ঙ্কর বিপদে পড়বেন!
advertisement

মুদিখানা থেকে বাজার অথবা তেলেভাজা অথবা মিষ্টির দোকান।কিছু কিনলেই তা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দেওয়া হয় পাতলা ক্যারিবাগ বা পলিথিনের প্যাকেট। স্বাভাবিক ভাবেই ক্রয় করা দ্রব্য বাড়িতে নিয়ে আসতে অসুবিধা হয় না ক্রেতাদের। তবে এবার হয়তো সমস্যায় পড়বেন ক্রেতারা।কারণ সিউড়ির বাজারে পাতলা পলিথিন রোধ করতে হানা জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অধিকারিকদের। মূলত ৭৫ মাইক্রন এর নিচের পলিথিন ব্যবহার যাতে না করা হয় সেজন্যই এই অভিযান বলে জানান আধিকারিকরা।

advertisement

আরও পড়ুন- ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়ার প্রয়োজন মনে করেননি নির্বাচকরা, ভাইরাল ভিডিওতে তারকা ক্রিকেটার, খুলে গেল ভ্যানিটি ভ্যানের দরজা, তারপর সকলে যা দেখল

প্রসঙ্গত,পরিবেশ বাঁচাতে প্রায় প্রতিটি দেশই হয়েছে সজাগ ও সচেতন। ভারতও রয়েছে সেই তালিকায়। দূষণ নিয়ন্ত্রণের জন্য পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফে বেঁধে দেওয়া হয়েছে মিনিমাম থিকনেসও। কিন্তু সবকিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রমরমিয়ে বিক্রি হচ্ছে পাতলা ইউজ এন্ড থ্রো ক্যারিবাগ। তাই পরিবেশ রক্ষা করতে সিঙ্গেল ইউজ বা নিষিদ্ধ প্লাস্টিক রোধ করতে অভিযানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

advertisement

View More

সিউড়ির টিন বাজার এলাকার বেশ কয়েকটি দোকানে হানা দেন আধিকারিকরা।বাজেয়াপ্ত করেন কয়েক কেজি ক্যারিব্যাগ।পাশাপাশি সতর্কও করা হয় বিক্রেতাদের।তবে এবার যদি আপনি বিনা ব্যাগ নিয়ে বাজার করতে যান তাহলে কিন্তু একটু ভেবেচিন্তে যাবেন। কারণ যেকোনও সময় আপনাকে জরিমানা করা হতে পারে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Souvik Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bazar Bag: ব্যাগ না নিয়েই বাজার যাচ্ছেন,ভাবছেন বাজারে ক্যারিব্যাগ পেয়ে যাবেন, ধরা পড়লে কী হবে জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল