মুদিখানা থেকে বাজার অথবা তেলেভাজা অথবা মিষ্টির দোকান।কিছু কিনলেই তা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দেওয়া হয় পাতলা ক্যারিবাগ বা পলিথিনের প্যাকেট। স্বাভাবিক ভাবেই ক্রয় করা দ্রব্য বাড়িতে নিয়ে আসতে অসুবিধা হয় না ক্রেতাদের। তবে এবার হয়তো সমস্যায় পড়বেন ক্রেতারা।কারণ সিউড়ির বাজারে পাতলা পলিথিন রোধ করতে হানা জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অধিকারিকদের। মূলত ৭৫ মাইক্রন এর নিচের পলিথিন ব্যবহার যাতে না করা হয় সেজন্যই এই অভিযান বলে জানান আধিকারিকরা।
advertisement
প্রসঙ্গত,পরিবেশ বাঁচাতে প্রায় প্রতিটি দেশই হয়েছে সজাগ ও সচেতন। ভারতও রয়েছে সেই তালিকায়। দূষণ নিয়ন্ত্রণের জন্য পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফে বেঁধে দেওয়া হয়েছে মিনিমাম থিকনেসও। কিন্তু সবকিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রমরমিয়ে বিক্রি হচ্ছে পাতলা ইউজ এন্ড থ্রো ক্যারিবাগ। তাই পরিবেশ রক্ষা করতে সিঙ্গেল ইউজ বা নিষিদ্ধ প্লাস্টিক রোধ করতে অভিযানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
সিউড়ির টিন বাজার এলাকার বেশ কয়েকটি দোকানে হানা দেন আধিকারিকরা।বাজেয়াপ্ত করেন কয়েক কেজি ক্যারিব্যাগ।পাশাপাশি সতর্কও করা হয় বিক্রেতাদের।তবে এবার যদি আপনি বিনা ব্যাগ নিয়ে বাজার করতে যান তাহলে কিন্তু একটু ভেবেচিন্তে যাবেন। কারণ যেকোনও সময় আপনাকে জরিমানা করা হতে পারে।
Souvik Roy