TRENDING:

Birbhum News: বোলপুর বেড়াতে গেলে অবশ্যই ঘুরে আসুন বাউল বিতান, দূর হবে সমস্ত ক্লান্তি

Last Updated:

দূরদূরান্তের পর্যটকদের কথা মাথায় রেখেই বোলপুর-শান্তিনিকেতন থেকে পাঁচ কিলোমিটারের দূরে শান্ত স্নিগ্ধ পরিবেশে সিয়ানে গড়ে উঠেছে বাউল বিতান পর্যটন কেন্দ্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বোলপুর, বীরভূম : এবার শুধুই মুখ্যমন্ত্রীর বীরভূম জেলা সফরে আসার অপেক্ষা। বীরভূমের বোলপুরে উন্মোচন হতে চলেছে ঝাঁ চকচকে বাউল বিতান পর্যটক নিবাসের। রবীন্দ্রনাথ ঠাকুর আর বোলপুর-শান্তিনিকেতন, দেশ-বিদেশের মানুষের কাছে দু’টি নামই যেন সমার্থক।পর্যটকদের কাছে এখন ডেস্টিনেশন বোলপুর- শান্তিনিকেতন। রবীন্দ্রস্মৃতি বিজড়িত এই জায়গা বাঙালির কাছেও বরাবরের প্রিয়।
বোলপুর এর সিয়ানে গড়ে উঠেছে বাউল বিতান পর্যটন কেন্দ্র
বোলপুর এর সিয়ানে গড়ে উঠেছে বাউল বিতান পর্যটন কেন্দ্র
advertisement

সেই ১২ বছর বয়সে বাবা মহর্ষি দেবেন্দ্রনাথের সঙ্গে এই মাটিতে পা দিয়েছিল বালক রবি। তারপর তাঁর হাত ধরেই ক্রমেই এই জায়গা ঐতিহাসিক খ্যাতি অর্জন করে। পর্যটকদের কাছে শান্তিনিকেতন অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র। অন্তর্দেশীয় পর্যটকদের আগমনের অন্যতম জায়গা। পাশাপাশি বিদেশি পর্যটকদের সংখ্যার দিক থেকেও এগিয়ে বোলপুর। দূরদূরান্তের পর্যটকদের কথা মাথায় রেখেই বোলপুর-শান্তিনিকেতন থেকে পাঁচ কিলোমিটারের দূরেশান্ত স্নিগ্ধ পরিবেশে সিয়ানে গড়ে উঠেছে বাউল বিতান পর্যটন কেন্দ্র।

advertisement

আরও পড়ুন : শান্তিনিকেতনের ‘মানবতার দেওয়াল’ মোছাচ্ছে অসহায়ের চোখের জল

রাজ্য সরকারের পর্যটন দফতরও পর্যটন উন্নয়ন নিগমের উদ্যোগে ঢেলে সাজানো হয়েছে।সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বীরভূম জেলা পরিষদ। জেলা পরিষদের তত্ত্বাবধানে ১০ একর জায়গার উপর প্রায় ১৯ কোটি টাকা ব্যয় গড়ে উঠেছে বাউল বিতান পর্যটন কেন্দ্র।শহরের সংস্কৃতিক পরম্পরা সব কিছুকে প্রাধান্য দিয়েই নির্মাণ করা হয়েছে ৩২টি কটেজ। পর্যটকদের যাতে পরিষেবা পেতে কোনও অসুবিধা না হয় সেজন্য তৈরি করা হয়েছে ক্যাফেটেরিয়া, ১০০ জন বসার মতঅডিটোরিয়াম, বাউলের আখড়া, মুক্ত মঞ্চ।

advertisement

আরও পড়ুন : ফের মঞ্চ খুলবে, হবে সাংস্কৃতিক অনুষ্ঠান! রক্তকরবীর সংস্কারে খুশির হাওয়া রামপুরহাট শহরে

জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক কৌশিক সিনহা বলেন,পর্যটকদের মনোগ্রাহী করে তুলতেই গড়ে তোলা হয়েছে বাউল বিতান পর্যটন কেন্দ্র। উপযুক্ত স্থান নির্বাচন করেই ঢেলে সাজানো হয়েছে।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

advertisement

আগামীদিনে পর্যটকদের কাছে এর ফলে আরও বেশি আকর্ষণীয়হবে বলে আশা করা হচ্ছে জেলা প্রশাসনের তরফে।

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: বোলপুর বেড়াতে গেলে অবশ্যই ঘুরে আসুন বাউল বিতান, দূর হবে সমস্ত ক্লান্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল