উত্তর ২৪ পরগনার বসিরহাটের অন্যতম জনপ্রিয় জায়গা এই ঘোষবাড়িতে একপ্রকার নিখুঁত অবয়বে ফুটে উঠেছে এক ক্ষুদে মিশর জাদুঘর। নিপুণ হাতের কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে মিশরের ইতিহাস ও সংস্কৃতি। একদিকে যেমন সাধারণ দর্শনার্থীরা মুগ্ধ হচ্ছেন, তেমনই ছাত্রছাত্রী ও সাধারণ জ্ঞানপিপাসু মানুষদের কাছে এটি হয়ে উঠেছে এক অনন্য শিক্ষণীয় অভিজ্ঞতা।
advertisement
স্থানীয়দের দাবি, ঘোষবাড়ির এই অনন্য উদ্যোগ বসিরহাটকে এনে দিয়েছে এক বিশেষ সাংস্কৃতিক পরিচয়। যেখানে ইতিহাস, কল্পনা ও শিল্প মিশে গিয়েছে এক অপূর্ব সেতুবন্ধনে। দর্শনার্থীরা বলছেন, ‘এ যেন বসিরহাটেই মিশরের সফর!’ এখানে প্রতিদিনই ভিড় জমছে স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে নানা বয়সের দর্শকের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আয়োজকদের উদ্যোগে বিশেষ অডিও গাইডও রাখা হয়েছে, যিনি দর্শনার্থীদের মিশরীয় সভ্যতা ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানাবেন। অনেকেই বলছেন, এমন অভিনব উদ্যোগ শুধু বিনোদন নয়, শিক্ষার ক্ষেত্রেও তৈরি করছে নতুন দিগন্ত।