পরিবারের অভিযোগ, ঘটনার খবর পেয়ে বাসন্তী ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও দেহ আনার ব্যাপারে প্রথমে উদ্যোগ নেননি তারা। এরপর পরিবারের সদস্যরা বাসন্তীর ফুলমালঞ্চ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ইয়ুদ আলি শেখের উদ্যোগে সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক বিজু কিসানের সহযোগিতায় কেরলের বাম কর্মীরা দেহ নিয়ে আসার ব্যবস্থা করেছেন।
আরও পড়ুন : মা-ছেলের তুমুল অশান্তি, সন্তানের হাতেই প্রাণ গেল গর্ভধারিণীর! হাড়হিম করা দৃশ্য পুরুলিয়ায়
advertisement
দেহ বিমানে করে কলকাতায় পৌঁছনোর কথা। ইয়ুদ বলেন, আমি নিজে বাসন্তীর বিডিওর সঙ্গে যোগাযোগ করলেও কোনও সরকারি সাহায্য পাইনি। পরে দলের নেতৃত্বকে বিষয়টি জানাতে তাঁরা এগিয়ে আসেন। যদিও এ ব্যাপারে বাসন্তীর বিডিও সঞ্জীব সরকারের প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে এই খবর পরিবারের কাছে এসে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন সকলে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে পরিবারের এক সদস্য বলেন, তিনি বহুবার কেরালায় কাজে গিয়েছেন, তবে প্রতিবারে কাজ সেরে বাড়ি ফিরেছেন। কিন্তু এবারে আর সে বাড়ি ফিরতে পারলেন না। এভাবে তার মৃত্যু হবে তা ভেবে উঠতে পারছি না। আবু বক্কার ছিল পরিবারের প্রধান উপার্জনকারী। তার টাকাতেই চলত সংসার। এভাবে তাঁর মৃত্যুর কারণে কীভাবে সংসার চলবে, তা ভেবে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা।






