সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয় ৷ এছাড়াও বিভিন্ন ধরনের নাচ আর তার সঙ্গে আবির খেলা তো আছেই ৷ তবে অন্যান্য বারের তুলনায় এবারে সিউড়ির এই অনুষ্ঠানে ভিড় একটু বেশিই, তার কারণ প্রত্যেক বছর সিউড়ি থেকে দর্শকের একটা অংশ জেলারই শান্তিনিকেতনের বসন্ত উৎসব দেখতে ভিড় করেন ৷
কিন্তু এবার যেহেতু বিশ্বভারতীতে বসন্ত উৎসব বাতিল হয়েছে তাই আর কেউ শান্তিনিকেতন যায়নি ৷ সিউড়ির দর্শকদের পুরো ভিড়টাই জমা হয়েছে কলোনির মাঠে ৷ সব মিলিয়ে জমজমাট সিউড়ির বসন্ত উৎসব ৷ দর্শকরা জানিয়েছেন প্রত্যেক বছর তারা বসন্ত উৎসব কাটান শান্তিনিকেতনে কিন্তু এবছর যেহেতু অনুষ্ঠান বাতিল তাই সকাল থেকে সেজে গুজে চলে এসেছি সিউড়ির এই বসন্ত উৎসবে। মনে আনন্দ নিয়েই আবির খেলায় মেতেছেন তারা।
advertisement
Supratim Das
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 09, 2020 11:50 AM IST