আহতের চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। এলাকাবাসীদের আগমন দেখে ঘটনাস্থল থেকে চম্পট দেওয়ার চেষ্টা করে নাবালক দুষ্কৃতীদের দল। বেপরোয়াভাবে বাইক নিয়ে চম্পট দিলেও স্থানীয়রা ওই নাবালক তাঁদের ধরে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কুলপি রোডের মালঞ্চ এলাকায় বারুইপুর ও সোনারপুর থানার বর্ডার অঞ্চলে ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুনঃ একসময় ছিল ব্যাপক কদর, এখন একদিনের জন্যই বেঁচে থাকা! অস্তিত্বের সংকটে বাঙালির নস্ট্যালজিয়া
advertisement
জানা গিয়েছে, ধৃত নাবালক দুষ্কৃতীদের বাড়ি মল্লিকপুর এলাকায়। ইতিমধ্যেই সোনারপুর থানার পুলিশ অভিযুক্ত দুই নাবালককে গ্রেফতার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের সোমবার দুপুরে বারুইপুর মহকুমা আদালতে পেশ করবে সোনারপুর থানার পুলিশ।
এই বিষয়ে বারুইপুর এসডিপিও অভিষেক রঞ্জন বলেন, গতকাল বাইক নিয়ে এক অ্যাপ ক্যাব বাইক চালকের কাছ থেকে ছিনতাই করার চেষ্টা করা হয়। ছিনতাইয়ে বাধা দেওয়ার কারণে ওই নাবালক দুষ্কৃতীদের দল মহম্মদ মেহবুব নামে ওই ব্যক্তির উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আক্রান্ত বলেন, আমি অ্যাপ ক্যাব সংস্থায় বাইক চালাই। প্রতিদিনের মতো আমি যখন বাইক নিয়ে বাড়ি ফিরছিলাম সেই সময় আমার পাশ থেকে একটি বাইক যাচ্ছিল। তখনও বুঝতে পারিনি ওঁরা ছিনতাইবাজ। এরপর আমার বাইকের হ্যান্ডেল ধরে আমার ফোন নেওয়ার চেষ্টা করে ওই দুষ্কৃতীদের দল। আমি বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে পিঠে আঘাত করে। আমি তখন সাহায্যের জন্য চিৎকার শুরু করি। আমার চিৎকার শুনে স্থানীয়রা সাহায্যের জন্য ছুটে আসেন এবং ওই দুষ্কৃতীদের ধরে ফেলেন। দুই নাবালকের এই কীর্তি দেখে হতবাক এলাকাবাসী থেকে শুরু করে পুলিশ।