এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা তথা ব্যারাপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন জায়গায় অস্ত্র কারবার চলছে। লাটবাগান থেকেই এই সমস্ত গুলি, পিস্তল বের হয় বলে দাবি অর্জুন সিংয়ের। রবিবার রাতের ঘটনায় গ্রেফতার ৩ যুবককে সোমবার মেডিক্যাল চেক-আপের পর ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে।
advertisement
এই ঘটনা জবাবে ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, গুলি চালানোর ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা কেউ রেহাই পায়নি। পুলিশের হাতে ধরা পড়েছে অভিযুক্তরা। পুলিশ, প্রশাসনের কাছে চেয়ারম্যানের অনুরোধ, এই ধরণের যে সব দুষ্কৃতী বেল পেয়ে জেল থেকে ছাড়া পাচ্ছেন তাদের উপর যেন প্রশাসন যেন ২৪ ঘণ্টা নজরদারি চালায়। এদের খোলা ছাড়া উচিৎ নয়।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 08, 2025 5:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ব্যারাকপুরে বন্দুকবাজের তাণ্ডব! জয় রাইডিংয়ে চলল এলোপাথাড়ি গুলি, অবাধে অস্ত্র কারবার নিয়ে রাজনৈতিক চাপান-উতোর