নৈহাটি বড়মা কালীপুজোকে কেন্দ্র করে বিশাল জনসমাগম হয়েছে গত কয়েকদিন ধরে। মঙ্গল ও বুধবার মন্দির চত্বরে আরও প্রচুর মানুষের আগমন ঘটবে। পাশাপাশি, অমাবস্যা তিথিতে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে মন্দিরে। এর মাঝেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্দিরে পুজো দিতে যাচ্ছেন ফলে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: আপনার কি শীতকালে নাক থেকে রক্ত পড়ে? কখনও ভেবেছেন কেন? অবশ্যই জানুন
advertisement
এবারের পুজোয় বিশেষ আকর্ষণ রয়েছে দর্শনার্থীদের কাছে। একদিকে, মন্দিরের শতবর্ষ উদযাপন এবং নবনির্মিত মন্দিরের দারোদ্ঘাটন। নতুন মূর্তি প্রতিস্থাপনের কারণে অন্যান্য বছরের তুলনায় এবার ভক্ত সমাগম অনেকটাই বেশি হচ্ছে।
আরও পড়ুন: সিগারেট ছাড়তে পারছেন না? এই কারণগুলি জানলে ধূমপান ছাড়ার প্রবল ইচ্ছে জাগবে! জানুন বিশেষজ্ঞের টিপস
গত ৭ নভেম্বর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছিল নৈহাটি বড়মা মন্দিরে। উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে এই কালীপুজোকে ঘিরে আলাদা উন্মাদনা থাকে। প্রচুর ভক্ত সমাগম হয়। অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন হয়।
আবীর ঘোষাল