শুধু সবং নয়, বাংলার গর্ব বারিন সাউ। ‘সোনা’র ছেলে। জাতীয় দৌড় প্রতিযোগিতায় জোড়া সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছেন তিনি। ন্যাশনাল মিটে সর্বভারতীয় ১৫০০ ও ৫০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে দুটি স্বর্ণপদক জয় করেছেন পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের বাসিন্দা বারিন সাউ।
advertisement
কয়েকদিন আগেই গুজরাটের সুরাটে জাতীয় স্তরের ১৫০০ মিটার এবং ৫০০০ মিটার দৌড় প্রতিযোগিতা হয়। সেখানেই বারিন সাউ প্রথম হয়ে সোনা জিতে ফেরেন। সোনা জয় করে বাড়ি ফিরতেই গ্রামের মানুষজন, স্থানীয় ক্লাবের মানুষজন থেকে বিভিন্ন রাজনৈতিক দল তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিনিধি পাঠিয়ে শুভেচ্ছা জানান রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া।
এই চ্যালেঞ্জ খুব সহজ ছিল না বারিনের জন্য। ভোরবেলা সবংয়ের উত্তর বাঁশবনি গ্রামের রাস্তা বা কপালেশ্বরী নদীর বাঁধ ছিল তার প্রশিক্ষণের জায়গা। সেই জায়গা থেকে উঠে এসে আজ সবং তথা বাংলার নাম উজ্জ্বল করেছে বারিন সাউ। কড়া প্রশিক্ষণই তাঁকে এনে দিয়েছেন জাতীয় কৃতি। আগামীতে তার আরও বড় স্বপ্ন রয়েছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারপরও অভিজ্ঞতার কথা জানালো।