TRENDING:

Bardhaman: প্রেমিকের সঙ্গে গলায় দড়ি দিল গৃহবধূ! দু'জনেই নাবালক! মৃত্যুতে চাঞ্চল্য

Last Updated:

Bardhaman: প্রেমের সম্পর্ক ছিল দু'জনের। বিয়ে হয়ে যায় নাবালিকার। মামার বাড়িতে এসে ঘটাল ভয়াবহ ঘটনা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: দুই নাবালক নাবালিকার একসাথে আত্মঘাতী হল। এই  ঘটনায় ব্যপক আলোড়ন ছড়ালো পূর্ব বর্ধমানের গলসি তে। মৃত নাবালিকার নাম পূর্ণিমা ক্ষেত্রপাল (১৫) এবং নাবালকের নাম দেবা বাউরি(১৭) ওরফে শুভঙ্কর। দেবার বাড়ি গলসি থানার জাগুলিপাড়া এলাকায়। অন্যদিকে পূর্ণিমা ক্ষেত্রপালের আদি বাড়ি বর্ধমানের পালিতপুর। সে জাগুলিপাড়ায় মামার বাড়িতে থাকতো। রামগোপালপুর স্কুলে নবম শ্রেণীতে পড়তো। জানা গেছে দেবার সঙ্গে পূর্ণিমার প্রেমের সম্পর্ক ছিল।
advertisement

কিন্তু চলতি মাসের ৩ তারিখে বুদবুদের ভরতপুরে পূর্ণিমার বিয়ে হয়ে যায়। পূর্ণিমার শ্বশুর সঞ্জয় বাউড়ী জানান, গত ইংরেজী ৩ রা আগস্ট তার ছেলের সাথে বিয়ে হয় পূর্ণিমার। তবে তিনি প্রেমের বিষয়ে কিছু জানতেন না। আজই সকালে ফোনে খবর পান যে তার বৌমা গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করছে।

মৃত দেবা বাউড়ির আত্মীয় সুমন বাউরী জানান, গত কাল রাত এগারোটা পর্যন্ত তার সাথে গল্প করেছে দেবা। পূর্ণিমা তার কাকার মেয়ে ও দেবা তার বন্ধু। সকালে উঠে তিনি শোনেন দেবার বাড়িতে দুজনে একটি বাঁশে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এমন পরিণতি ঘটতে চলেছে সে ব্যাপারে কিছুই বুঝতে পারেনি সে।

advertisement

আরও পড়ুন: গ্রাহকদের জন্য বড় খবর ! প্রিপেড প্ল্যানে অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance Jio

পূর্ণিমার মামার বাড়ি সূত্রে জানা গেছে, কিছুদিন আগে এখান থেকেই বিয়ে হয়েছিল পূর্ণিমার। দু দিন আগেই সে বুদবুদের শ্বশুর বাড়ি থেকে জাগুলিপাড়ায় এসেছিল। আজ শ্বশুর বাড়ি ফিরে যাবার কথা ছিল। তার মধ্যেই এমন মর্মান্তিক পরিণতি হল। তারা বলেন, প্রেমের বিষয়টি গ্রামের কেউই সে ভাবে জানতো না। পূর্ণিমা শিক্ষিত হবার পরও এমন ঘটনা ঘটাবে এটা কেউ ভাবতে পারছে না। শনিবার সকাল দশটা নাগাদ পুলিশ দু জনের দেহ উদ্ধার করে স্থানীয় পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে চিকিৎসকরা দু জনকেই মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য বর্ধমান পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শরদিন্দু ঘোষ 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman: প্রেমিকের সঙ্গে গলায় দড়ি দিল গৃহবধূ! দু'জনেই নাবালক! মৃত্যুতে চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল