Reliance Jio: গ্রাহকদের জন্য বড় খবর ! প্রিপেড প্ল্যানে অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance Jio
- Published by:Piya Banerjee
Last Updated:
Reliance Jio: আসলে অনেকেই দিনের মাঝখানে ডেটা প্যাকের লিমিট শেষ হয়ে যাওয়া নিয়ে চিন্তা করে থাকেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে যাঁরা হাই স্পিড ডেটা এবং সীমাহীন ইন্টারনেট প্যাক খুঁজছেন, তাঁদের জন্য এই প্ল্যান এক কথায় দুর্দান্ত।
#নয়া দিল্লি: রিলায়েন্স জিও (Reliance Jio) গ্রাহকদের জন্য সুখবর! রিলায়েন্স জিও নিয়ে এসেছে বাছাই করা প্রিপেড প্ল্যান-সহ দৈনিক ২জিবি পর্যন্ত ডেটা। আসলে অনেকেই দিনের মাঝখানে ডেটা প্যাকের লিমিট শেষ হয়ে যাওয়া নিয়ে চিন্তা করে থাকেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে যাঁরা হাই স্পিড ডেটা এবং সীমাহীন ইন্টারনেট প্যাক খুঁজছেন, তাঁদের জন্য এই প্ল্যান এক কথায় দুর্দান্ত। এই প্ল্যানগুলিতে আনলিমিটেড কলিংয়ের সুবিধা, ওটিটি (OTT) প্ল্যাটফর্মে বিনামূল্যে সাবস্ক্রিপশন , Jio Cloud, Jio Security এবং আরও অনেক সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। এ-বার জেনে নেওয়া যাক, জিও প্রিপেড প্ল্যানে কী কী অফার থাকছে।
২৪৯ টাকার প্ল্যান:
এই প্ল্যানটি ২৩ দিনের বৈধতা-সহ দৈনিক ২জিবি ডেটা অফার করে। প্ল্যানটিতে ৬৪ Kbps-এ পোস্ট-ডেলি ডেটা-সহ মোট ৪৬জিবি ডেটার অফার রয়েছে। এ-ছাড়াও এই প্ল্যানটি Jio অ্যাপের সাবস্ক্রিপশন-সহ আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি এসএমএস (SMS)-এর সুবিধেও দিচ্ছে।
২৯৯ টাকার প্ল্যান:
প্ল্যানটি ২৮ দিনের ভ্যালিডিটি-সহ দৈনিক ২জিবি ডেটা অফার করে। এটি গ্রাহকদের সবচেয়ে পছন্দসই প্ল্যানের মধ্যে একটি। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি এসএমএস, JioTV, JioCinema, JioSecurity এবং Jio অ্যাপগুলির সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন গ্রাহকেরা।
advertisement
advertisement
৫৩৩ টাকার প্ল্যান:
৫৬ দিনের ভ্যালিডিটি-সহ এটি মোট ১১২জিবি ডেটা-র অফার দিচ্ছে। প্ল্যানটিতে দৈনিক ২জিবি ডেটার অফার রয়েছে। উপরন্তু, এই প্ল্যানটি আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি এসএমএস এবং JioTV, JioCinema, JioSecurity Jio অ্যাপগুলি সাবস্ক্রিপশনের সুবিধাও দেবে।
advertisement
৭১৯ টাকার প্ল্যান:
প্রতিদিন ২জিবি ডেটা-সহ এটি আর একটি জনপ্রিয় প্রিপেড প্ল্যান। ৮৪ দিনের ভ্যালিডিটি-সহ এতে মোট ১৬৮জিবি ডেটা প্ল্যানের সুবিধে রয়েছে। অর্থাৎ ব্যবহারকারীরা প্রতি মাসে মাত্র ২৪০ টাকা খরচ করে বিভিন্ন অতিরিক্ত সুবিধা-সহ দৈনিক ২জিবি ডেটার অফার পাচ্ছেন। আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি এসএমএস এবং JioTV, JioCinema, JioSecurity-সহ Jio অ্যাপের অন্যান্য সাবস্ক্রিপশনেরও সুবিধা রয়েছে।
advertisement
৭৯৯ টাকার প্ল্যান:
এটি ৫৬ দিনের ভ্যালিডিটি-সহ প্রতিদিন ২জিবি ডেটা-র অফার দিচ্ছে। গ্রাহকেরা ১ বছরের জন্য Disney+ Hotstar সার্ফিং-সহ হাই-স্পিড ১১২জিবি ডেটাও উপভোগ করতে পারবেন। এ-ছাড়াও আনলিমিটেড ভয়েস কল, দৈনিক ১০০টি এসএমএস এবং JioTV, JioCinema, JioSecurity-সহ অন্যান্য সুবিধাও রয়েছে।
১০৬৬ টাকার প্ল্যান:
৮৪ দিনের প্যাকের বৈধতা-সহ এই প্ল্যানটি ২জিবি ডেটা-র সুবিধা দেবে গ্রাহকদের। এতে মোট ১৭৩জিবি ডেটা, ১ বছরের জন্য Disney+ Hotstar সার্ফিং মোবাইল সাবস্ক্রিপশনের সুবিধা রয়েছে। এ-ছাড়াও আনলিমিটেড ভয়েস কল, দৈনিক ১০০টি এসএমএস এবং JioTV, JioCinema, JioSecurity-সহ অন্যান্য সুবিধাও রয়েছে।
advertisement
২৮৭৯ টাকার প্ল্যান:
জিও-র সব থেকে দামি প্ল্যান এটি। ৩৬৫ দিনের ভ্যালিডিটি-সহ প্রতিদিন ২জিবি ডেটা-র সুবিধা পাবেন গ্রাহকেরা। এতে মোট ৭৩০জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, দৈনিক ১০০টি এসএমএস, JioTV, JioCinema, JioSecurity-সহ অন্যান্য সুবিধাও পাবেন গ্রাহকেরা। যাঁদের প্রতি মাসে রিচার্জ করতে অসুবিধা থাকে, তাঁদের জন্য এই প্ল্যানটি একেবারেই উপযুক্ত।
Location :
First Published :
August 20, 2022 10:06 PM IST