বছর দুয়েক আগে এই জামালপুরেই বাঁধ থেকে বালি বোঝাই লরি উল্টে পড়েছিল বাড়ির মধ্যে। তার জেরে কয়েক জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। ওই ঘটনার পরপরই ওভারলোডেড গাড়ি বন্ধে জোরদার দাবি জানিয়েছিল বাসিন্দারা। কিন্তু এখন রাতের অন্ধকারে প্রচুর ওভারলোডেড ট্রাক যাতায়াত করছে বলে অভিযোগ বাসিন্দাদের।
আরও পড়ুন: বাড়িতে গাছ লাগান? কিন্তু এই ৪ গাছ লাগালে জীবন শেষ! নামগুলি শুনলেই চমকে উঠবেন
advertisement
তাদের বক্তব্য, পুলিশ প্রশাসন বারবার বলছে কোনোভাবেই বালির বেআইনি কারবার করতে দেওয়া যাবে না। অথচ রাতের অন্ধকারে দেদার বালি পাচার চলছে। এর ফলে একদিকে যেমন গ্রামের রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে, তেমনি বড় ধরনের দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা থেকেই যাচ্ছে। বালির ওভারলোডিং বন্ধে রাতে পুলিশি অভিযান বাড়ানোর দাবি তুলেছেন তারা।
আরও পড়ুন: ডুয়ার্সপ্রেমীদের জন্য অত্যন্ত খারাপ খবর, মূর্তির উপর বন্ধ সেতু! চিন্তায় ব্যবসায়ীরাও
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এমনিতে প্রতিদিনই চায়ের দোকানটিতে গ্রামবাসীরা ভিড় করেন। তবে এদিন ঘটনার সময় দোকানটিতে লোক তেমন ছিল না। সে কারণেই বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গেল। তাঁরা জানিয়েছেন, ট্রাকটি ঠিকঠাকই আসছিল, হঠাৎই চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। হুড় মুড়িয়ে ট্রাকটি চায়ের দোকানে ঢুকে উল্টে যায়। ওভারলোডিং থাকার ফলেই চালক ট্রাকটির নিয়ন্ত্রণ রাখতে পারেননি বলে অভিযোগ বাসিন্দাদের।
জামালপুর থানার পুলিশ জানিয়েছে, বালির ওভারলোডিং বন্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হয়। এই দুর্ঘটনা কেন ঘটলো, ট্রাকটি ওভারলোডেড ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রাতে ওভারলোডিং ট্রাকে বালি পাচার রুখতে টহলদারি আরো জোরদার করা হবে।