“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
তবে ভাগীরথিতে স্নান করতে নেমে হঠাৎই তলিয়ে যায় মামা। শত চেষ্টা করেও মামাকে উদ্ধার করতে পারেনি ভাগ্নে। ঘটনাটি ঘটেছে কালনা থানার অন্তর্গত ধাত্রীগ্রামের পিয়ারিনগর জিবিএম ঘাটে।
advertisement
এই প্রসঙ্গে ভাগ্নে সায়ন বিশ্বাস জানিয়েছে, “বর্ধমান থেকে আমরাবাড়ির পুজোর জন্য গঙ্গা জল নিতে এসেছিলাম। একসঙ্গেই স্নান করছিলাম, তারপর আমি জল থেকে উপরে উঠে আসি গঙ্গা জল নেওয়ার জায়গাটা নিতে। তারপরই পরই যখন আমি জলের জায়গা নিয়ে যাচ্ছি তখন দেখছি আমাকে বলছে বাঁচা বাঁচা। তারপর আমি চিৎকার করে লোকজন ডাকি, ওকে গামছা ছুঁড়ে বাঁচানোর অনেক চেষ্টা করি কিন্তু তারপর আর পারিনি।”
জানা গিয়েছে, মামা অর্থাৎ তলিয়ে যাওয়া যুবকের নাম রোহিত দেবনাথ। তার বাড়ি বর্ধমানের কালনা গেট নারী মোড় এলাকায়। সে বর্ধমান রাজ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। এই ঘটনার জেরে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা চাইছেন যেন অতি শীঘ্রই এই ঘাট সংস্কার করা হয়। কারণ এই ঘাটে এর আগেও দূর্ঘটনা ঘটেছে।
বনোয়ারীলাল চৌধুরী