৩১ ফুটের প্রতিমা তৈরি হচ্ছে মন্ডপেই। উদ্যোক্তা সেখ হাপিজুল রহমান থেকে খোকন দাস, সকলেই সারা বছর অপেক্ষা করে থাকেন এই বিশ্বকর্মা পুজোর জন্য। বর্ধমানের তেলিপুকুর এলাকায় প্রায় ২০০ জনেরও বেশি টোটো চালক নিয়েছেন এই উদ্যোগ। সকলের যৌথ প্রচেষ্টায় গড়ে উঠছে ৩১ ফুটের বিশ্বকর্মা। তেলিপুকুর টোটো ইউনিয়নের পরিচালনায় ১৪ বছর আগে ছোট করে শুরু হওয়া বিশ্বকর্মা পুজো আজ নজর কাড়ছে বর্ধমানবাসীর।
advertisement
আরও পড়ুন : কংক্রিটের জঙ্গল ভেঙে ফিরছে গ্রামবাংলা! গরুর গাড়ির চাকা, খড়ের সাজ! দেখতে হলে আসতে হবে দুর্গাপুরে
গত বছরে ২৫ ফুটের বিশ্বকর্মা ঠাকুরের পরে এই বছর অর্থাৎ ১৪ তম বর্ষে তাদের বিশেষ আকর্ষণ ৩১ ফুটের বিশ্বকর্মা মূর্তি। এছাড়াও এলাকার কচিকাঁচাদের নিয়ে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পুজোর উদ্বোধনের দিন। উদ্যোক্তারা বলেন, সারা বছর বিশ্বকর্মা নিয়েই আমাদের কাজ। তাই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। সরকার যতদিন না বারণ করবে, প্রতিবছর আমরা উচ্চতা বাড়াতেই থাকব।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্ধমানের এই বিশ্বকর্মা পুজো কেবল একটি উৎসব নয়, এটি তাদের ঐক্য এবং ভালবাসার এক অনন্য দৃষ্টান্ত। এবছরের তাদের পুজোর বাজেট প্রায় তিন লক্ষ টাকা। এই পুজোই প্রমাণ করে যে, ছোট উদ্যোগ এবং সম্মিলিত প্রচেষ্টাও কত বড় সাফল্য আনতে পারে।