TRENDING:

ঘাড় উঁচিয়ে দেখতে হবে! ৩১ ফুটের বিশাল বিশ্বকর্মা! কোথায় হয়েছে 'এত্তবড়' আয়োজন?

Last Updated:

সব থেকে বড় বিশ্বকর্মা এবার নজর কাড়বে বর্ধমানবাসীর। ৩১ ফুটের প্রতিমা তৈরি হচ্ছে মন্ডপেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান, সায়নী সরকার: সরকার না বারণ করা পর্যন্ত প্রতি বছর বাড়বে ঠাকুরের উচ্চতা, এমনই মনস্থির করে উদ্যোক্তারা প্রতিবছর বাড়াচ্ছেন ঠাকুরের উচ্চতা। দুর্গা পুজোর মানে বড় বড় প্রতিমা, চোখ ধাঁধানো মন্ডপ সজ্জা। কিন্তু এবছর বর্ধমানের এই বিশ্বকর্মা পুজো টেক্কা দিতে পারে যে কোন বিগ বাজেটের দুর্গা পুজোকে। সব থেকে বড় বিশ্বকর্মা এবার নজর কাড়বে বর্ধমানবাসীর।
advertisement

৩১ ফুটের প্রতিমা তৈরি হচ্ছে মন্ডপেই। উদ্যোক্তা সেখ হাপিজুল রহমান থেকে খোকন দাস, সকলেই সারা বছর অপেক্ষা করে থাকেন এই বিশ্বকর্মা পুজোর জন্য। বর্ধমানের তেলিপুকুর এলাকায় প্রায় ২০০ জনেরও বেশি টোটো চালক নিয়েছেন এই উদ্যোগ। সকলের যৌথ প্রচেষ্টায় গড়ে উঠছে ৩১ ফুটের বিশ্বকর্মা। তেলিপুকুর টোটো ইউনিয়নের পরিচালনায় ১৪ বছর আগে ছোট করে শুরু হওয়া বিশ্বকর্মা পুজো আজ নজর কাড়ছে বর্ধমানবাসীর।

advertisement

আরও পড়ুন : কংক্রিটের জঙ্গল ভেঙে ফিরছে গ্রামবাংলা! গরুর গাড়ির চাকা, খড়ের সাজ! দেখতে হলে আসতে হবে দুর্গাপুরে

গত বছরে ২৫ ফুটের বিশ্বকর্মা ঠাকুরের পরে এই বছর অর্থাৎ ১৪ তম বর্ষে তাদের বিশেষ আকর্ষণ ৩১ ফুটের বিশ্বকর্মা মূর্তি। এছাড়াও এলাকার কচিকাঁচাদের নিয়ে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পুজোর উদ্বোধনের দিন। উদ্যোক্তারা বলেন, সারা বছর বিশ্বকর্মা নিয়েই আমাদের কাজ। তাই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। সরকার যতদিন না বারণ করবে, প্রতিবছর আমরা উচ্চতা বাড়াতেই থাকব।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বর্ধমানের এই বিশ্বকর্মা পুজো কেবল একটি উৎসব নয়, এটি তাদের ঐক্য এবং ভালবাসার এক অনন্য দৃষ্টান্ত। এবছরের তাদের পুজোর বাজেট প্রায় তিন লক্ষ টাকা। এই পুজোই প্রমাণ করে যে, ছোট উদ্যোগ এবং সম্মিলিত প্রচেষ্টাও কত বড় সাফল্য আনতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘাড় উঁচিয়ে দেখতে হবে! ৩১ ফুটের বিশাল বিশ্বকর্মা! কোথায় হয়েছে 'এত্তবড়' আয়োজন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল