এরপর বর্ধমান স্টেশনে গিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। বুধবার বর্ধমান রেল স্টেশনে জলাধার ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মে থাকা জলাধারটি হঠাৎই বিকট শব্দে ভেঙে পড়ে। সে সময় তার নিচে ট্রেনের অপেক্ষায় ছিলেন অনেক যাত্রী। এই দুর্ঘটনায় এক মহিলা সহ তিনজন যাত্রী মারা যান। আহত হন অনেকে। তাদের মধ্যে ২৮ জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
তাঁদেরই এদিন সন্ধ্যায় দেখতে আসেন রাজ্যপাল। এদিন সকালেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে আহতদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন পূর্ব বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি। তিনি জানান, চিকিৎসকরা যেভাবে কাজ করছেন তা সন্তোষজনক। রাজ্যপাল আসার আগে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে পৌঁছান রাজ্য সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ। তাঁর সঙ্গে ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, রেলের গাফিলতিতে বার বার দুর্ঘটনা ঘটছে। যাত্রীদের প্রাণ যাচ্ছে। এর আগে বর্ধমান রেলস্টেশনের এক অংশ ভেঙে পড়েছিল আমরা সে সময় সারারাত ধরে সেখানে ছিলাম। এবার জলের ট্যাঙ্ক ভেঙে পড়ল। তাতে আবার তিনজনের মৃত্যু হল।
আরও পড়ুন, পার্লামেন্ট ‘স্মোক অ্যাটাকে’র সঙ্গে এবার কলকাতা যোগ! এ শহরেই থাকতেন মূলচক্রী ললিত, কী করতেন জানেন?
আরও পড়ুন, ডেরেক ও’ব্রায়েনকে বের করে দিলেন জগদীপ ধনখড়! রাজ্যসভা থেকে বরখাস্ত তৃণমূল সাংসদ, হঠাৎ কেন সাসপেন্ড?
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় মানুষের পাশে রয়েছেন। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যকে দু লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকার চেক তুলে দিলাম।
এদিন রাজ্যপাল আসার খবর আসতেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ ও প্রশাসনের মধ্যে ব্যাপক তৎপরতা দেখা যায়। হাসপাতাল জুড়ে করা নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল।