TRENDING:

বর্ধমান স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম, সুজন-শাহজাহানদের পড়াশুনার ঠিকানা

Last Updated:

ইঁট-কাঠ-পাথরে মোড়া কংক্রিটের স্কুল নয় । খোলা আকাশের নীচে ভিড়ের মাঝেই চলছে পড়াশুনা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: ইঁট-কাঠ-পাথরে মোড়া কংক্রিটের স্কুল নয় । খোলা আকাশের নীচে ভিড়ের মাঝেই চলছে পড়াশুনা । বর্ধমান স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে এই মোবাইল স্কুল নজর কেড়েছে পথচলতিদের । বর্ধমান প্রাথমিক শিক্ষা সংসদের সদর আরবান দু’নম্বর চক্রের উদ্যোগে পথশিশুদের নিয়ে চালু হয়েছে এই স্কুল ।
advertisement

আরও পড়ুন: মধু সংগ্রহকারীদের উপর হামলা চালাল বাংলাদেশী জলদস্যুরা

ঠিক যেন কোনও প্রাথমিক স্কুলের ক্লাসরুম । কিন্তু তা নয়। বর্ধমান স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম । এক কোনায় খাতা-বই নিয়ে পড়াশোনায় মগ্ন শিশুরা । রয়েছেন কয়েকজন শিক্ষক-শিক্ষিকাও । স্কুলছুট পথশিশুদের শিক্ষার মূলস্রোতে ফেরাতে অভিনব উদ্যোগ নিয়েছেন বর্ধমান প্রাথমিক শিক্ষা সংসদের সদর আরবান দু’নম্বর চক্রের প্রায় কুড়ি জন শিক্ষক-শিক্ষিকা । যার নাম সহজপাঠ ।

advertisement

আরও পড়ুন: পেট্রাপোল সীমান্তে ৬ ঘণ্টা রোদে দাঁড় করিয়ে হেনস্থা, অসুস্থ অন্তঃসত্ত্বা ভর্তি হাসপাতালে

এই পরিকল্পনা মাথায় আসতেই জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবকে তা জানান শিক্ষক-শিক্ষিকারা । সবুজ সংকেত মিলতেই শুরু হয়ে যায় তৎপরতা । গত ১৬ এপ্রিল সেই পরিকল্পনা বাস্তবায়িত হয় ।

আপাতত সপ্তাহে দু'দিন একঘণ্টা করে পড়ানো হবে শিশুদের । পড়াশোনার সঙ্গে তাদের আঁকা, গান, নাচও শেখানো হবে । এই পথশিশুদের অনেকে নেশায় আসক্ত । তার থেকে মুক্ত করারও উদ্যোগ নিয়েছেন শিক্ষক-শিক্ষিকারা । তাঁদের স্নেহ-মমতা মন জয় করেছে সুজন, শাহজাহান, বাবলু, গণেশ, পরীদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

আর খিদের জ্বালায় বড় হয়ে ওঠা নয় । ছোট্ট হাতে আর ভিক্ষা নয়। সেই হাতে থাকবে পেন-পেনসিল, শ্লেট-খাতা, বই । তবে, এক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হতে পারেন বাবা-মা । তাই এই শিশুদের স্কুলে ফেরাতে তাঁদের সঙ্গে কথাও বলছেন শিক্ষক-শিক্ষিকারা ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ধমান স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম, সুজন-শাহজাহানদের পড়াশুনার ঠিকানা