চারদিকে যখন অক্সিজেনের হাহাকার তখন লাখ লাখ কালোবাজারিতে সক্রিয় অ্যাম্বুলেন্স চালকদের অনেকেই। গোপন সূত্রে এই খবর পেয়ে পূর্ব বর্ধমানের কালনায় অ্যাম্বুলেন্স চালকদের বাড়িতে বাড়িতে অভিযান চালায় পুলিশ। তাতেই পর্দা ফাঁস হয়ে গিয়েছে এই অক্সিজেন কালোবাজারি চক্রের। তিন অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সমীর হাজরা,কমল ঘোষ,চিন্ময় রায়। তারা এই করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে অক্সিজেনের কালোবাজারি জন্য বেআইনিভাবে বাড়িতে সিলিন্ডার মজুত করেছিল বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে ধৃতদের আত্মীয়-পরিজনরা। তাদের বক্তব্য, অ্যাম্বুলেন্স পরিষেবার প্রয়োজনেই এই অক্সিজেন বাড়িতে রাখা হয়েছিল।
advertisement
আরও পড়ুনCorona India: বাঁচবে কী করে! গতবারের তুলনায় করোনা সংক্রমণ বেড়েছে ৩০০%, ICU বেড বেড়েছে মাত্র ১৯%
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের এই তিন অ্যাম্বুলেন্স চালক কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে স্ট্যান্ডে থাকত। সেখানেই রোগী পরিবহণের জন্য রাখা থাকত তাদের অ্যাম্বুলেন্স। অভিযোগ,করোনা আক্রান্তের অক্সিজেন প্রয়োজন হলে সুযোগ মতো হাজার হাজার টাকার বিনিময়ে অক্সিজেন ব্যবস্থা করছিল তারা। আজ তাদের কালনা মহকুমা তোলা হয়। হেফাজতে নিয়ে তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
তদন্তকারী পুলিশ অফিসারদের সূত্রে জানা গিয়েছে, এই কালোবাজারি চক্রের সঙ্গে কারা কারা যুক্ত, কোথা থেকে কত টাকা দিয়ে অক্সিজেন সিলিন্ডার জোগাড় করেছিল তারা, কত টাকায় তা করোনা আক্রান্তদের দেওয়া হচ্ছিল যে সব ব্যাপারেই ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে। একই সঙ্গে তারা কতজনকে এভাবে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছিল তাও জানার চেষ্টা চালানো হচ্ছে।