বর্ধমান স্টেশনের পাশের প্রায় একশো বছরের পুরনো রেল ওভারব্রিজটি ভাঙার কারণে বর্ধমান থেকে একাধিক শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কিছু দূরপাল্লার ট্রেন। এছাড়াও বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে। করোনার সময় লকডাউনের জন্য প্রায় দু'বছর ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রেন চালু হওয়ার পরেও প্রায় একবছর ধরে থার্ড লাইন ও ইন্টারলকিংয়ের কাজ চলেছে। যার ফলে দফায় দফায় ব্লক এবং ট্রেন বাতিলের ঘটনা ঘটেছে। এজন্য মেন লাইনে এবং কর্ড লাইনে ভোগান্তির মুখে পড়তে হয়েছে যাত্রীদের। এই ভোগান্তি আরও কিছুদিন চলবে বলে জানা গিয়েছে।
advertisement
রেল সূত্রে জানা গিয়েছে, পুরানো ওভারব্রিজটি যেকোনো সময় ভেঙে পড়তে পারতো। তাতে বড় ধরনের রেল দুর্ঘটনার আশঙ্কা ছিল। তাছাড়া পুরনো এই সেতুটিতে টোটো সাইকেল চলাচল করছিল। সবদিক খতিয়ে দেখে সেতুটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়। ভেঙে ফেলা ওভার ব্রিজের জায়গায় নতুন ফুট ওভারব্রিজ তৈরি করা হবে। তাতে সাইকেল চড়লেও বাইক ও ছোট যান চলাচল নিষিদ্ধ থাকবে।
পুরনো রেল ওভারব্রিজের বদলে কেন্দ্র ও রাজ্যের টাকায় ঝুলন্ত রেল ওভারব্রিজ তৈরি হয়েছে ইতিমধ্যেই। কিন্তু সেই ব্রিজ এতই দীর্ঘ যে রেল লাইনের অন্য পাড়ের বাসিন্দাদের যাতায়াতের ভরসা ছিল এই পুরনো রেল ওভার ব্রিজ তাই এই সেতু ভাঙার আগে নতুন ফুট ওভার ব্রিজ তৈরির দাবি ছিল। অবিলম্বে সেই সেতু তৈরির জন্য রেলের কাছে দাবি রেখেছিল জেলা প্রশাসনও। ছয় মাসের মধ্যেই ওই ফুট ওভার ব্রিজ তৈরি হয়ে যায় বলে রেলের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।