Priya Gill: সৌন্দর্যে টক্কর দিতেন ঐশ্বর্যকেও! অথচ বলিউডে ক্ষণস্থায়ী কেরিয়ার! কেন আচমকা উধাও হয়েছিলেন ‘সির্ফ তুম’ নায়িকা?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Where is actress Priya Gill: বলিউড থেকে শুরু করে বিভিন্ন ভাষার ছবি করলেও আচমকাই যেন ছবির দুনিয়া থেকে হারিয়ে গিয়েছিলেন তিনি। আর শুধুমাত্র একটা ছবির জন্যই তিনি আজও বিখ্যাত। কথা হচ্ছে, ‘সির্ফ তুম’ খ্যাত অভিনেত্রী প্রিয়া গিলের। জেনে নেওয়া যাক, তাঁর বিষয়ে না-জানা কিছু গল্প।
নিষ্পাপ ও নিষ্কলুষ সৌন্দর্যের জন্যই ভক্তদের মন জয় করেছিলেন তিনি। বলা হত, সৌন্দর্যে ঐশ্বর্য রাই বচ্চনকেও রীতিমতো টক্কর দিতে পারেন। বলিউড থেকে শুরু করে বিভিন্ন ভাষার ছবি করলেও আচমকাই যেন ছবির দুনিয়া থেকে হারিয়ে গিয়েছিলেন তিনি। আর শুধুমাত্র একটা ছবির জন্যই তিনি আজও বিখ্যাত। কথা হচ্ছে, ‘সির্ফ তুম’ খ্যাত অভিনেত্রী প্রিয়া গিলের। জেনে নেওয়া যাক, তাঁর বিষয়ে না-জানা কিছু গল্প।
advertisement
প্রিয়া মূলত হিন্দি ছবিতেই অভিনয় করেছেন। তার পাশাপাশি পঞ্জাবি, মলয়ালম, তামিল, ভোজপুরি এবং তেলুগু ছবিতেও চুটিয়ে কাজ করেছেন তিনি। ১৯৯৫ সালে ‘মিস ইন্ডিয়া’ রানার আপ হয়েছিলেন অভিনেত্রী। এর পরেই ১৯৯৬ সালে বলিউডে কাজের ডাক পান। ‘তেরে মেরে সপনে’ ছবির হাত ধরে বি-টাউনে প্রবেশ করেন তিনি। এই ছবিতে আরশাদ ওয়ারসি এবং চন্দ্রচূড় সিংয়ের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন। কিন্তু এই ছবি তেমন সাফল্য পায়নি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
advertisement
তবে প্রথম ছবিতে তাঁর অভিনয় ভক্তদের মনে তেমন দাগ না-কাটলেও তাঁর সৌন্দর্য মন জয় করে ভক্তদের। এর পরেই তিনি ‘সির্ফ তুম’ ছবির অফার পান। সঞ্জয় কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন প্রিয়া। ১৯৯৯ সালে মুক্তি পায় এই ছবিটি। এই ছবি সাফল্য লাভ করে। আর রাতারাতি বিখ্যাত হয়ে যান প্রিয়া। তুমুল জনপ্রিয়তা লাভ করেন অভিনেত্রী।
advertisement
এর পরে একে একে ছবির ডাক আসে। ‘সির্ফ তুম’ ছবির পরে তাঁকে দেখা গিয়েছে ‘জোশ’ ছবিতে। যা ২০০০ সালে মুক্তি পেয়েছিল। আবার ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘রেড’ ছবিতেও দেখা গিয়েছিল প্রিয়াকে। কেউ কেউ তো বচ্চন-বধূর সৌন্দর্যের সঙ্গে তুলনা টানতেন তাঁর। তবে প্রিয়ার ছবিগুলি তেমন সাফল্য পায়নি। ফলে বলিউড থেকে হারিয়ে যান তিনি। এর পরে ২০০৬ সাল নাগাদ দক্ষিণী ছবির দুনিয়াতেও অভিনয় করেন। কিন্তু তাতেও সফল হতে পারেননি তিনি। ফলে বিগত ১৭ বছর ধরে পর্দা থেকে দূরেই রয়েছেন তিনি। সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, প্রিয়া এখন ডেনমার্কে থাকেন। সুখে-শান্তিতেই নিজের দাম্পত্য জীবন কাটাচ্ছেন।