১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইন্স ডে উপলক্ষে তার এই কাজে বেশ খুশি স্থানীয়রা। তবে জানা গিয়েছে এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সামাজিক কাজে হাত লাগিয়েছিলেন তিনি। শীতে অসহায় মানুষদের কম্বল তুলে দেওয়া থেকে অভুক্ত মানুষদের খাবার খাওয়ানো। রোজই এমন কিছু না কিছু করে মানুষের সেবা করে চলেছেন পাঞ্জাব শেখ। তার কথায়, আমি নিজেও একজন গরীব ঘরের ছেলে।চায়ের দোকান থেকেই সংসার চলে আমার। তবে এই স্বল্প আয় থেকে সংসার চালানোর পাশাপাশি মানুষের পাশে দাঁড়াতে পারলে ভীষণ ভাললাগে। আমি সবসময় অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ভালবাসি।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
নিজের স্বল্প রোজগারকে সম্বল করে এভাবেই দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে অসহায় মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পূর্ব বর্ধমানের পাঞ্জাব শেখ। সেরকমই ভ্যালেনটাইন্স ডে উপলক্ষে চায়ের দোকানদারের নেওয়া এহেন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
বনোয়ারীলাল চৌধুরী