TRENDING:

ছিঃ, রাতের অন্ধকারে বৃদ্ধ বাবাকে রাস্তায় বসিয়ে দিয়ে চলে গেল ছেলে! তারপর যা যা হল

Last Updated:

বর্ধমান আদালতের কাছ থেকে সত্তরোর্ধ্ব এক ব্যক্তিকে উদ্ধার করল বীরহাটা সাব ট্রাফিক পুলিশের আধিকারিক ও সিভিক ভলেন্টিয়াররা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: বর্ধমান আদালতের সামনে অসহায়ভাবে পড়ে ছিলেন এক বৃদ্ধ। অনেকেই তাঁকে পড়ে থাকতে দেখলেও কেউই তাঁর সাহায্যে সেভাবে এগিয়ে আসেননি। অবশেষে মানবিক মুখ দেখালেন ট্রাফিক পুলিশ কর্মী। তাঁরা ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। তাঁর সঙ্গে কথা বলে পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিকে তাঁর ছেলে রেখে গিয়েছে।
রাতের অন্ধকারে কেউ ওনাকে এখানে ফেলে পালিয়েছে বলেই মনে হচ্ছে।
রাতের অন্ধকারে কেউ ওনাকে এখানে ফেলে পালিয়েছে বলেই মনে হচ্ছে।
advertisement

বর্ধমান আদালতের কাছ থেকে সত্তরোর্ধ্ব এক ব্যক্তিকে উদ্ধার করল বীরহাটা সাব ট্রাফিক পুলিশের আধিকারিক ও সিভিক ভলেন্টিয়াররা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অসুস্থ ওই বৃদ্ধ কে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তারা। মেডিকেল কলেজে হাসপাতালে ওই বৃদ্ধর চিকিৎসাও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন –  Weather Alert: আজও জারি থাকবে বৃষ্টির দাপট, ঘণ্টায় ৭৫ কিমি গতিতে হাওয়া, বাংলা জুড়ে নিম্নচাপের জোরালো কামড়

advertisement

স্থানীয় বাসিন্দা শম্ভুনাথ গুপ্তা বলেন, সকাল থেকেই দেখছিলাম ওই লোকটি পড়ে আছেন। প্রথমে সেভাবে গুরুত্ব দিইনি। কিন্তু দীর্ঘক্ষন একইভাবে শুয়ে থাকতে দেখে আমরা ট্রাফিক ওসি কে ফোন করে সবটা জানাই। উনি লোক পাঠিয়ে ওই বৃদ্ধকে তুলে নিয়ে গেছেন। রাতের অন্ধকারে কেউ ওনাকে এখানে ফেলে পালিয়েছে বলেই মনে হচ্ছে।

সকাল থেকে অনেকে দেখলেও সেভাবে কেউ এগিয়ে আসেননি। স্থানীয় ব্যবসায়ী প্রদীপ দাস বলেন, ‘‘ওই বৃদ্ধকে বারবার নাম জিজ্ঞাসা করলেও সঠিকভাবে কিছু বলতে পারেননি। কথা বলতে গেলে ওনার কথা জড়িয়ে যাচ্ছে। শুধু কোনও রকমে বলছেন, ছেলে দিয়ে গেছে। এরপরেই আমরা ট্রাফিক ওসি-কে ফোনে বিষয়টি জানাই বিকালের দিকে।  লোক পাঠিয়ে বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেছেন।’’

advertisement

মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে থাকা চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, যে  প্রাথমিকভাবে ওনাকে দেখে মনে হয়েছে উনি খুবই দুর্বল। শরীরের কিছু জায়গায় আঘাত রয়েছে। ওনার নিজের নাম, বাবার নাম সবই ইংরেজিতে বলেছেন। এমনকি থানাও।

বীরহাটা ট্রাফিক গার্ডের ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা হাসপাতালে ওনাকে ভর্তি করানোর পরে উনি জানিয়েছেন ওনার নাম শম্ভুনাথ মল্লিক। ওনার বাবার নাম শিবনাথ মল্লিক। শিবপুর থানা এলাকায় তার বাড়ি। এর থেকে বেশী কিছু বলতে পারছেন না। হাসপাতালেও শুয়ে বলেছেন ছেলে দিয়ে গেছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে  জানিয়েছি।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Saradindu Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছিঃ, রাতের অন্ধকারে বৃদ্ধ বাবাকে রাস্তায় বসিয়ে দিয়ে চলে গেল ছেলে! তারপর যা যা হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল