TRENDING:

Bardhaman News: 'কোনও তোলাবাজি চলবে না, কে কত বড় গুন্ডা আছে দেখে নেব!', দাবাং বর্ধমানের এসপি

Last Updated:

ঠিক কোথায় কেন এমন কথা বললেন পূর্ব বর্ধমানের জেলা পুলিশ সুপার? (Bardhaman News)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: বর্ধমানে 'দাবাং' এস পি!' কোনও তোলাবাজি চলবে না, কে কত বড় গুন্ডা আছে দেখে নিতে চাই'। বর্ধমানে প্রকাশ্য সভায় বললেন জেলা পুলিশ সুপার কামনাশিস সেন। জেলা পুলিশ সুপারের মন্তব্যে চাঞ্চল্য। ঠিক কোথায় কেন এমন কথা বললেন পূর্ব বর্ধমানের জেলা পুলিশ সুপার? (Bardhaman News)
Bardhaman News
Bardhaman News
advertisement

শনিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে টোটো চালকদের নিয়ে এক সভার আয়োজন করেছিল জেলা প্রশাসন। সেই সভাপতি এই  মন্তব্য করেন পূর্ব বর্ধমানের জেলা পুলিশ সুপার কামনাশিস সেন। পুলিশ সুপারের এই মন্তব্যের পর টোটো  চালকদের মধ্যে হাততালির ধুম পড়ে যায়। সংস্কৃতি লোকমঞ্চে টোটো চালকদের নিয়ে আয়োজিত সভায় বিধায়ক, জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'কোনও তোলাবাজি চলবে না। বার বার বললাম। আমি দেখতে চাইছি বর্ধমান শহরে কে কত বড়  গুন্ডা আছে। স্টেশনের বাইরে কেউ মনে হয় তোলাবাজি করে। এক পয়সাও কাউকে দেবেন না। কীসের জন্য তোলাবাজি দেবেন?'

advertisement

আরও পড়ুন: অপেক্ষার অবসান, রণবীর-আলিয়ার অনস্ক্রিন চুম্বন থেকে দুরন্ত VFX! জমজমাট ব্রহ্মাস্ত্র ট্রেলার

পাশাপাশি তিনি আরও বলেন, 'স্টেশন বাজারই হোক আর তেলিপুকুরই হোক, কোথাও তোলাবাজি চলবে না। এরপর কেউ তোলাবাজি করলে আমার অফিসে এসে সরাসরি আমাকে বলবেন।' বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে টোটো চালকদের নিয়ে সভায় কোথাও কোনও টাকা দেবেন না বলে মন্তব্য করেন বিধায়ক খোকন দাস। এরপরই তোলাবাজি নিয়ে সুর চড়ান জেলা পুলিশ সুপার।

advertisement

আরও পড়ুন: আমির খানের 'মন' থেকে 'কপিল শর্মা শো', চিনতে পারছেন এই অভিনেত্রীকে?

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

রেল স্টেশন ও তেলিপুকুরে টোটো পিছু টাকা নেওয়া হয় বলে অভিযোগ। বর্ধমান রেল স্টেশন চত্বরে প্রতিদিন টোটো পিছু দশ টাকা করে নেওয়া হয় বলে অভিযোগ। টোটো ওয়েলফেয়ারের নামে সেই টাকা এলাকার প্রভাবশালী নেতার পকেটে যায় বলে অভিযোগ। শনিবার বর্ধমান শহরে টোটো চলাচলে শৃঙ্খলা ফেরাতে সংস্কৃতি লোকমঞ্চে এক সভার আয়োজন করা হয়। সেই সভায় টোটো চালকদের ডাকা হয়েছিল। উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের আধিকারিকরা। ছিলেন পরিবহণ দফতরের আধিকারিকরা  সেখানে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস টোটো চালকদের উদ্দেশ্যে বলেন, কোথাও কোনও টাকা দেবেন না। এরপরই বক্তব্য রাখতে গিয়ে তোলাবাজি প্রসঙ্গে সুর চড়ান জেলা পুলিশ সুপার।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman News: 'কোনও তোলাবাজি চলবে না, কে কত বড় গুন্ডা আছে দেখে নেব!', দাবাং বর্ধমানের এসপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল