আরামবাগ শহরে তাণ্ডব চালানের পরে রবিবার সকালে হাতিটি ঢুকে পড়ে রায়নার মাধবডিহি থানার বুলচন্দ্রপুরে। সেখানেই তাকে দুটি ঘুমপাড়ানি গুলি করেন বনদফতরের কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে হাতিটি আরামবাগে ঢুকে পড়েছিল। বিকালের দিকে আরামবাগ শহরে ঢুকে পড়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছিল সে। হাতির তাণ্ডবে বেশ কয়েকজন আহত হন বলে খবর। বেশ কয়েকটি গাড়ি ভেঙে দেয় হাতিটি।
advertisement
আরও পড়ুন: বাম্পার প্রাইজ! রাতারাতি কোটিপতি মালদার দিনমজুর, এত টাকা নিয়ে কী করবেন এবার?
আরও পড়ুন: মালদায় রক্তারক্তি কাণ্ড! হাসুয়া দিয়ে ভাইঝিকে এলোপাথাড়ি কোপ, তারপর...
বনদফতর গত শনিবার রাতে অভিযান চালিয়ে হাতিটিকে গড়বেতা জঙ্গলের দিকে পাঠাতে চেষ্টা করলেও রাতে হাতিটি পুনরায় উল্টো পথ ধরে। গোঘাট হয়ে রবিবার সকালে উচালন এলাকা ও পরে বুলচন্দ্রপুরে ঢুকে পড়ে সে। এরপরেই হাতিটিকে ঘুমপাড়ানি গুলি করে বাগে আনার সিদ্ধান্ত নেয় বন দফতর। বনদফতর সূত্রে জানা গেছে, হাতিটিকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে।
এমনিতে প্রায় প্রতিবছরই গলসির দিক দিয়ে দামোদর পেরিয়ে পূর্ব বর্ধমানে ঢোকে হাতির দল। গলসি হয়ে আউশগ্রামের দিকে যায় তারা। তবে এই হাতিটি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা জঙ্গল থেকে দলছুট হয়ে চলে এসেছিল। আরামবাগ শহরে সে মেজাজ হারিয়ে ফেলে। পূর্ব বর্ধমানেও সে লোকালয়ে হামলা চালালে ক্ষয়ক্ষতি বাড়তে পারত বলে আশঙ্কা তৈরি হয়েছিল। সেই আশঙ্কা থেকেই তড়িঘড়ি সিদ্ধান্ত।