কয়েকদিন আগেই রাজ্যের বেশ কিছু জায়গায় বিভিন্ন সংগঠনের সভাপতি পদে রদ বদল হয়। কালনা তৃণমূল শ্রমিক সংগঠনের নতুন সভাপতি হন শান্তি সাহা। কালনা বাসস্ট্যান্ডের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কর্মীদের অভিযোগ, গতকাল রাতে বাসস্ট্যান্ডে অন্তত চল্লিশ জন দুষ্কৃতীকে নিয়ে এসে নতুন আইএনটিটিইউসির সভাপতি বাসস্ট্যান্ডের শ্রমিকদের হুমকি দেয় যে এবার থেকে তাঁর কথা অনুযায়ী চলতে হবে। বেশি বাড়াবাড়ি করলে কেস দিয়ে থানায় ঢুকিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি চাকরিতে অফিসার পদে নিয়োগ, জানুন বিশদে
এতেই ক্ষিপ্ত হয়ে যায় কালনা বাসস্ট্যান্ডের তৃণমূল শ্রমিক সংগঠনের শ্রমিকরা।এরপরই বুধবার সকাল থেকে কালনা বাসস্ট্যান্ডে বিভিন্ন রুটের বাস বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তৃনমূলের শ্রমিক সংগঠনের কর্মীরা। তৃণমূল শ্রমিক সংগঠনের নতুন সভাপতি শান্তি সাহা দুষ্কৃতী নিয়ে গিয়ে হুমকির অভিযোগ অস্বীকার করেছেন। শান্তি সাহার দাবি, দলেরই কিছু নেতার উস্কানিতে এই সমস্যা সৃষ্টি হয়েছে। দলের উপর তলার নেতাদের বিষয়টি জানানো হয়েছে।
আরও পড়ুন:
রতন টাটা-মুকেশ আম্বানি-আজিম প্রেমজিরা ছোটবেলায় কেমন দেখতে ছিলেন? শিল্পপতিদের এই ছবিগুলি ভাইরাল
শুধুমাত্র কালনা, পান্ডুয়া রুটের শ্রমিক সংগঠন আলাদা হওয়ায় গুটি কয়েক বাস চলছে হুগলির দিকে। কালনা বাসস্ট্যান্ডে বাস বন্ধ সকাল থেকেই। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। কালনা বাস স্ট্যান্ড থেকে প্রায় ২০০টি বাস চলাচল করে বিভিন্ন প্রান্তে। এদিন সকাল থেকেই কালনা শহর ও বাইরে থেকে বহু পুরুষ মহিলা কালনা বাসস্ট্যান্ডে বাস ধরতে এসে জানতে পারেন ধর্মঘটের কথা। বাস না পেয়ে চরম সমস্যায় পড়েন তাঁরা।