TRENDING:

কালনায় বন্ধ বেসরকারি বাস, নেপথ্যে তৃণমূল? কারণ শুনে বেজায় খেপেছেন যাত্রীরা

Last Updated:

কালনা বর্ধমান, কালনা মেমারি, কালনা নবদ্বীপ রুটের সব বাস বন্ধ। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কালনা: হঠাৎ করে কালনায় ধর্মঘট শুরু করলেন বাস কর্মীদের একটা বড় অংশ। অভিযোগ, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কালনায় বাস বন্ধ। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির শ্রমিকরা বন্ধ করে দেয় বাস চলাচল। ডাক দেয় কর্মবিরতির। অভিযোগ, নতুন আইএনটিটিইউসির সভাপতি বাস স্ট্যান্ডে মঙ্গলবার রাতে কয়েক জন দুষ্কৃতীকে নিয়ে এসে হুমকি দিয়ে যান। তার জেরেই কালনা বর্ধমান, কালনা মেমারি, কালনা নবদ্বীপ রুটের সব বাস বন্ধ। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন  যাত্রী।
কালনায় বাস ধর্মঘট
কালনায় বাস ধর্মঘট
advertisement

কয়েকদিন আগেই রাজ্যের বেশ কিছু জায়গায় বিভিন্ন সংগঠনের সভাপতি পদে রদ বদল হয়। কালনা তৃণমূল শ্রমিক সংগঠনের নতুন সভাপতি হন শান্তি সাহা। কালনা বাসস্ট্যান্ডের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কর্মীদের অভিযোগ, গতকাল রাতে বাসস্ট্যান্ডে অন্তত চল্লিশ জন দুষ্কৃতীকে নিয়ে এসে নতুন আইএনটিটিইউসির সভাপতি বাসস্ট্যান্ডের শ্রমিকদের হুমকি দেয় যে এবার থেকে তাঁর কথা অনুযায়ী চলতে হবে। বেশি বাড়াবাড়ি করলে কেস দিয়ে থানায় ঢুকিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়।

advertisement

আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি চাকরিতে অফিসার পদে নিয়োগ, জানুন বিশদে

এতেই ক্ষিপ্ত হয়ে যায় কালনা বাসস্ট্যান্ডের তৃণমূল শ্রমিক সংগঠনের শ্রমিকরা।এরপরই বুধবার সকাল থেকে কালনা বাসস্ট্যান্ডে বিভিন্ন রুটের বাস বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তৃনমূলের শ্রমিক সংগঠনের কর্মীরা। তৃণমূল শ্রমিক সংগঠনের নতুন সভাপতি শান্তি সাহা দুষ্কৃতী নিয়ে গিয়ে হুমকির অভিযোগ অস্বীকার করেছেন। শান্তি সাহার দাবি, দলেরই কিছু নেতার উস্কানিতে এই সমস্যা সৃষ্টি হয়েছে। দলের উপর তলার নেতাদের বিষয়টি জানানো হয়েছে।

advertisement

আরও পড়ুন: 

রতন টাটা-মুকেশ আম্বানি-আজিম প্রেমজিরা ছোটবেলায় কেমন দেখতে ছিলেন? শিল্পপতিদের এই ছবিগুলি ভাইরাল

শুধুমাত্র কালনা, পান্ডুয়া রুটের শ্রমিক সংগঠন আলাদা হওয়ায় গুটি কয়েক বাস চলছে হুগলির দিকে। কালনা বাসস্ট্যান্ডে বাস বন্ধ সকাল থেকেই। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। কালনা বাস স্ট্যান্ড থেকে প্রায় ২০০টি বাস চলাচল করে বিভিন্ন প্রান্তে। এদিন সকাল থেকেই কালনা শহর ও বাইরে থেকে বহু পুরুষ মহিলা কালনা বাসস্ট্যান্ডে বাস ধরতে এসে জানতে পারেন ধর্মঘটের কথা। বাস না পেয়ে চরম সমস্যায় পড়েন তাঁরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কালনায় বন্ধ বেসরকারি বাস, নেপথ্যে তৃণমূল? কারণ শুনে বেজায় খেপেছেন যাত্রীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল