পরিবার সূত্রে জানা গিয়েছিল, গত ২২ অগাস্ট তাঁরা বাড়ি থেকে রওনা হয়েছিলেন। ২৫ অগাস্ট সন্ধ্যা পর্যন্ত পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও তারপর হঠাৎই ফোন সুইচ অফ হয়ে যায়। শেষবার ফোনে তাঁরা জানিয়েছিলেন, চাম্বা জেলার মানিমাহেস হ্রদের পথে ধস নামায় রাস্তা বন্ধ হয়ে গেছে। বাধ্য হয়ে একটি অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। সেই রাতের পর আর কোনও খোঁজ মেলেনি।
advertisement
ক্রমশ উৎকণ্ঠা বাড়তে থাকায় বুধবার পরিবারের তরফে কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। উদ্বেগে ভরা পরিবেশে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ পরিবারের সঙ্গে তাঁদের ফোনে কথা হয়।
দীপক দাসের স্ত্রী চিন্ময়ী দাস জানান, “খোঁজ পেয়েছি কিছুক্ষণ আগে। ভীষণ চিন্তায় ছিলাম। নতুন করে প্রাণ ফিরে পেলাম। তবে স্বামী জানিয়েছেন, সেখানে ধস নেমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকেই মারা গিয়েছেন। কিন্তু তাঁরা সকলে সুস্থ আছেন।” বর্তমানে তিন পর্যটক গাড়িতে করে ফিরছেন। শুক্রবার ট্রেনে চেপে কাটোয়ার উদ্দেশে রওনা হবেন বলে পরিবারকে জানিয়েছেন। আতঙ্কের পর অবশেষে তিন পরিবারের মুখে হাসি ফুটেছে।