TRENDING:

একশো টাকা দিলেই ইউএসজি! বর্ধমান মেডিক্যালে ফের সক্রিয় দালালচক্র

Last Updated:

বর্ধমান মেডিক্যালে যে দালালচক্র সমানভাবে সক্রিয় তার ফের প্রমাণ মিলল মঙ্গলবার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শরদিন্দু ঘোষ, বর্ধমান: একশো টাকা দিলেই সঙ্গে সঙ্গে মিলবে ইউএসজির ডেট! তাও আবার সরকারি হাসপাতালে! বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এমনই প্রস্তাব দিয়ে হাতেনাতে ধরা পড়ল এক দালাল। বর্ধমান মেডিক্যালে যে দালালচক্র সমানভাবে সক্রিয় তার ফের প্রমাণ মিলল মঙ্গলবার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে।
একশো টাকা দিলেই ইউএসজি! বর্ধমান মেডিক্যাল ফের সক্রিয় দালালচক্র
একশো টাকা দিলেই ইউএসজি! বর্ধমান মেডিক্যাল ফের সক্রিয় দালালচক্র
advertisement

ঘুরপথে টাকার বিনিময়ে ইউএসজি করিয়ে দেওয়ার অভিযোগে ধৃত ১। রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ফাঁদ পাতে পুলিশ। তাতেই মেলে সাফল্য। হাতেনাতে টাকা নেওয়ার সময় অভিযুক্তকে গ্রেফতার করে বর্ধমান হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা।

আরও পড়ুন- দুর্ঘটনার জের, বাসের স্বাস্থ্য পরীক্ষায় জেলাজুড়ে অভিযান পুলিশ ও পরিবহণ দফতরের

মঙ্গলবার বর্ধমানের রায়পুর কাশিয়ার বাসিন্দা তুলা ধারা তার ১১ বছরের কন্যা সন্তানকে নিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। তার পেটের যন্ত্রণা হচ্ছিল। চিকিৎসক তাকে ইউএসজি করতে বলেন। কিন্তু তিনি ইউএসজি করাতে গিয়ে দেখেন সেখানে লম্বা লাইন। ইউএসজি করানোর জন্য তাঁকে অন্য ডেট দেওয়া হয়।

advertisement

অভিযোগ ওই কাউন্টারের পাশেই দাঁড়িয়েছিল ধৃত ব্যক্তি। সে জানায়, একশো টাকা দিলেই তাড়াতাড়ি ইউএসজি করিয়ে দেওয়া হবে। তাঁদের বলেন, আমার কাছে তেমন টাকা ছিল না। ফোন করে আমার স্বামীকে গোটা বিষয়টি জানাই। তাতে স্বামী জানায়, সরকারি হাসপাতালে টাকা লাগার কথা নয়। তিনি পুলিশ ক্যাম্পে বিষয়টি জানানোর পরামর্শ দেন।

advertisement

আরও পড়ুন-- আইন মেনেই উপাচার্যদের বৈঠকে ডাক নয়া রাজ্যপালের, নজরে রাজভবনের বৈঠক

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সেই পরামর্শ মতো তিনি পুলিশ ক্যাম্পে গিয়ে ঘটনার কথা জানান। এরপর ফাঁদ পাতে পুলিশ। রোগীর আত্মীয় সেজে ওই ব্যক্তির কাছে গিয়ে একশো টাকা দেন। ওই টাকা হাতে নিতেই ওই দালালকে ধরে ফেলে পুলিশ।হাসপাতাল সুপার তাপস ঘোষ জানিয়েছেন, ‘‘গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে। কোথায় সমস্যা আছে তা দেখা হচ্ছে।  আমরা সতর্ক আছি।  হাসপাতালে থাকা পুলিশ সক্রিয় আছে। যে যে জায়গাতে দালাল চক্র সক্রিয় আছে সেগুলো ভাঙার চেষ্টা চলছে। দালাল চক্র একেবারে নির্মূল করতে সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে।’’

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একশো টাকা দিলেই ইউএসজি! বর্ধমান মেডিক্যালে ফের সক্রিয় দালালচক্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল