উপাচার্যের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তাঁরা। তাদের দাবি, অ*র্ণব স্কলারশিপের জন্য আবেদন করলেও বাতিল করে দেওয়া হয়েছে। অ*র্ণব কোনও উপকার চাইছেন না, এটা তাঁর অধিকার। এপিডিআর-এর দাবি উপাচার্যের সঙ্গে কথা বলায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অ*র্ণবের স্কলারশিপের জন্য আবেদন পাঠানো হয়েছিল। কিন্তু রাজ্য থেকে তা বাতিল করা হয়েছে।
আরও পড়ুন : ছিলেন বাংলাদেশের ডাক কর্মী! সিএএ আবেদন করে ভারতের নাগরিকত্ব পেয়ে গেলেন ‘এই’ ব্যক্তি
advertisement
কারণ বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে নিয়ম রয়েছে আবেদনকারীর নামে যদি কোনও অভিযোগ থাকে, সেক্ষেত্রে আবেদন বাতিল করা হয়। কেন্দ্রীয় স্কলারশিপের জন্য এখনও আবেদন শুরু হয়নি। তবে উপাচার্য আশ্বাস দিয়েছেন, অ*র্ণব দামকে সব রকমের সহযোগিতা করা হবে। তাই তাঁর ওপরে আপাতত ভরসা রয়েছে। অর্ণবকে অনশন তুলে নেওয়ার জন্য আবেদন জানানো হবে।
আরও পড়ুন : ধাক্কা খেয়েছিল বিদেশি জাহাজ, তারপর রাস্তা দেখে বাড়ছিল ভয়! কিন্তু আতঙ্ক স্বস্তিতে বদলাতে সময় লাগল না
উপাচার্যের সঙ্গে কথা বলার পর বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে অ*র্ণবের সঙ্গে দেখা করতে যান এপিডিআর টিম। কিন্তু জেলে অ*র্ণবের সঙ্গে দেখা করতে গেলে তাঁদেরকে দেখা করতে দেওয়া হয় নি বলে অভিযোগ। এপিডিআর টিমের সদস্য জয়শ্রী পাল জানান, আমরা জেলে অ*র্ণবের অনশন ভাঙাতে এসেছিলাম। কিন্তু দেখা করতে দেওয়া হয়নি। যতক্ষণ না অ*র্ণব অনশন ভাঙছেন, আমরা জেলের বাইরে অপেক্ষা করব।