TRENDING:

Bardhaman Durga Puja 2022: বড় অঘটন ঘটতে পারে, শহরের দুই মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ করে দিল প্রশাসন!

Last Updated:

Bardhaman Durga Puja 2022: ওই দুই মন্ডপে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হচ্ছে দর্শকদের। সেই সিঁড়ি ভেঙে বিপত্তি ঘটতে পারে বলে মনে করছে প্রশাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: পুজোর মাঝে ছন্দপতন। অষ্টমীর দুপুর থেকে বর্ধমান শহরের দুটি মণ্ডপের ভিতরে দর্শনার্থীদের প্রবেশ আপাতত বন্ধ হয়ে গেল। দর্শকদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ওই দুই মন্ডপে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হচ্ছে দর্শকদের। সেই সিঁড়ি ভেঙে বিপত্তি ঘটতে পারে বলে মনে করছে প্রশাসন।
দর্শক প্রবেশ বন্ধ
দর্শক প্রবেশ বন্ধ
advertisement

বর্ধমান শহরের সর্বমিলন সংঘ ও চৌরঙ্গী ক্লাবের মণ্ডপ দুটিতে সোমবার সকালে পরিদর্শনে যান পুলিশ ও পূর্ত দফতরের আধিকারিকরা। পূর্ত দফতরের তরফে জানিয়ে দেওয়া হয় মণ্ডপে প্রবেশ করার পথ শক্তপোক্ত নয়। দর্শনার্থীদের বিপদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই দুটি মণ্ডপই বিশাল উঁচু। মণ্ডপে প্রবেশ করতে হলে দর্শনার্থীদের অনেকটা উঁচুতে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। কিন্তু সেই প্রবেশ পথ ততটা শক্তপোক্ত নয় বলে মনে করছেন পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা। এই দুই মণ্ডপে প্রচুর সংখ্যায় দর্শনার্থী ভিড় করছেন। স্বাভাবিকভাবেই যে কোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এদিন পরিদর্শনের সময় ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশের ডিএসপি (ট্রাফিক-২) রাকেশ চৌধুরি। তিনি বলেন, এই মণ্ডপ দুটিতে আপাতত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হচ্ছে। ওপরে না উঠে জমি দিয়ে দর্শনার্থীদের জন্য বিকল্প প্রবেশ পথ করে দিলে দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করতে পারবেন। না হলে বাইরে থেকেই মণ্ডপ দর্শন করতে হবে দর্শনার্থীদের।

advertisement

আরও পড়ুন: ভেঙে পড়ল মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা মণ্ডপ, কেঁদে ফেললেন বিধায়ক!

উদ্যোক্তারা জানান, তাঁরা কাঠামো পোক্ত করার প্রক্রিয়া শুরু করেছেন। তবে রাতে দ্বিতীয় দফার পরিদর্শনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আদৌ আর দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে কি না। সর্বমিলন সঙ্ঘের সম্পাদক বিশ্বজিৎ মণ্ডল জানিয়েছেন, প্রশাসন পরিদর্শন করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। না হলে বড় বিপদ ঘটে যেতে পারতো।

advertisement

আরও পড়ুন: প্যান্ডেলে ঢুকলেই মিলছে ঘুগনি-মুড়ি-চা, দুর্গাপুজোয় নতুন 'স্ট্র্যাটেজি' বিজেপি-র!

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় খড়ের গহনা সজ্জায় প্রতিমা সহ নানা চমক দিতে প্রস্তুত এই ক্লাব
আরও দেখুন

যেখানে ত্রুটি রয়েছে দ্রুততার সঙ্গে সেই সব জায়গা শক্তপোক্ত করার কাজ শুরু হয়েছে।তাঁদের আশা অষ্টমীর রাত বা নবমীর সকাল থেকে দর্শনার্থী ফের মণ্ডপে প্রবেশ করতে পারবেন। প্রশাসন জানিয়েছে, ওই দুই পুজো কমিটি ত্রুটি সংশোধন করে নেবে বলে জানিয়েছে তাদের কাজ সম্পূর্ণ হলে ফের পরিদর্শন করা হবে সেই পরিদর্শনে প্রবেশপথ দর্শকদের জন্য নিরাপদ মনে হলে তবেই ফের সেখানে দর্শকদের ঢোকার অনুমতি দেওয়া হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman Durga Puja 2022: বড় অঘটন ঘটতে পারে, শহরের দুই মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ করে দিল প্রশাসন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল