TRENDING:

পূর্ব বর্ধমানে সব এলাকায় বাড়ছে আক্রান্তের সংখ্যা, পুজোর আগে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি

Last Updated:

পূর্ব বর্ধমান জেলায় শুধুমাত্র অগাস্ট মাসেই ২৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে একজন ছাড়া সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে বর্তমানে দু’জনের চিকিৎসা চলছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শরদিন্দু ঘোষ, বর্ধমান: সাবধান। পুজোর আগে চিন্তার ব্যাপার বর্ধমান বাসীর কাছে। পূর্ব বর্ধমান জেলাতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। ইতিমধ্যেই জেলায় প্রায় একশো জন আক্রান্ত হয়েছেন। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুও হয়েছে। তাই এই সময় ঝুঁকি না নিয়ে মশার কামড় থেকে দূরে থাকাই শ্রেয় বলে মনে করছে জেলা স্বাস্থ্য দফতর। তাদের পরামর্শ, রাতে ঘুমনোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
সব এলাকায় বাড়ছে আক্রান্তের সংখ্যা, পুজোর আগে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু
সব এলাকায় বাড়ছে আক্রান্তের সংখ্যা, পুজোর আগে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু
advertisement

পূর্ব বর্ধমান জেলায় শুধুমাত্র অগাস্ট মাসেই ২৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে একজন ছাড়া সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে বর্তমানে দু’জনের চিকিৎসা চলছে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সুপার তাপস ঘোষ জানান, অগাস্ট মাসে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গি চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা রাখা হচ্ছে।

advertisement

আরও পড়ুন- ‘আপনার জায়গায় আমি থাকলে...’ পুলিশ আধিকারিককে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ?

জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা বলছেন, জ্বর হলেই তাকে অবহেলা না করে রোগীদের রক্ত পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে জেলার প্রতিটি হাসপাতাল কর্তৃপক্ষকে ডেঙ্গির বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। সব স্বাস্থ্য কেন্দ্রেই ডেঙ্গি চিকিৎসার প্রয়োজনীয় পরিকাঠামো রাখার ব্যবস্থা করা হয়েছে।

advertisement

জেলা প্রশাসন জানিয়েছে, বর্ষার আগেই প্রতিটি ব্লককেই ডেঙ্গি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছিল। স্বাস্থ্য কর্মীদের সেই সংক্রান্ত প্রশিক্ষণও দেওয়া হয়। এ ছাড়াও প্রতিটি ব্লকের সচেতনামূলক প্রচার করা হয়েছে। আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এলাকায় কতজন জ্বরে আক্রান্ত সে সব তথ্য সংগ্রহ করছেন।

আরও পড়ুন- মিথ্যে মামলায় ফাঁসাতে পুলিশের গাড়িতে পুলিশ, নাহলে তৃণমূলের কর্মীরাই আগুন লাগিয়েছে... দাবি শুভেন্দুর

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, বাড়ির ছাদে বা অন্য কোথাও যাতে জল না জমে সেদিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। অনেকেরই এয়ার কুলার, ফুলের টবে দীর্ঘদিন জল জমে থাকে। সেই জমা জলে মারা বংশ বিস্তার করে। তাই ডাবের খোল থেকে শুরু করে বিভিন্ন পাত্রে যাতে জল না জমে থাকে তা নিশ্চিত করতে হবে। চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গু হলে বেশ কিছু উপসর্গ দেখা যায়। পেশীতে ব্যথা হয়। গা বমি হয়। এ ছাড়া জ্বর ও মাথায় ব্যথা থাকে। এইসব উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। জেলার সব এলাকাতেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পূর্ব বর্ধমানে সব এলাকায় বাড়ছে আক্রান্তের সংখ্যা, পুজোর আগে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল