TRENDING:

Bardhaman Businessman Murder: দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে খুন পূর্ব বর্ধমানে !

Last Updated:

Bardhaman Businessman Murder Case: মৃত ব্যক্তির নাম হামিদ আলি খান (৪৮)। বাড়ি মাধবডিহি থানার লোহাই আরিফপুর গ্রামে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শরদিন্দু ঘোষ, বর্ধমান: ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি গোপালপুর নীলোদিঘী বাসস্ট্যান্ড এলাকায়। মঙ্গলবার রাত সাড়ে ১০ টা থেকে ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে (Bardhaman Businessman Murder Case)।
Representational Image
Representational Image
advertisement

মৃত ব্যক্তির নাম হামিদ আলি খান (৪৮)। বাড়ি মাধবডিহি থানার লোহাই আরিফপুর গ্রামে।

আরও পড়ুন-Fact Check: লতা মঙ্গেশকরের মরদেহে থুতু ছিটিয়েছেন শাহরুখ? জানুন সত্যিটা কী ঘটেছিল

মাধবডিহি থানার ছোটবৈনান বাজার এলাকায় মৃত হামিদ আলি খানের একটি কাপড়ের ও একটি হোলসেল লটারির দোকান আছে।

মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাত সাড়ে দশটা নাগাদ লটারির দোকান বন্ধ করে অন্যান্য দিনের মতোই বাইকে বাড়ি ফিরছিলেন হামিদ আলি খান। গোপালপুর নীলোদীঘি বাসস্ট্যান্ডের কাছে আসতেই পিছন থেকে একটি মোটর সাইকেলে আসা তিনজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী হামিদ আলিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন হামিদ আলি খান। ঘটনার খবর পেয়ে মাধবডিহি থানার পুলিশ এবং স্থানীয় লোকজন পৌঁছে দ্রুত তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক হামিদ আলিকে মৃত বলে ঘোষণা করেন।

advertisement

আরও পড়ুন-Viral News: অন্য এক মহিলাকে চুমু দেওয়ার সময় নিজের বয়ফ্রেন্ডকে হাতেনাতে ধরলেন মহিলা, সকলের সামনেই নিলেন বদলা!

জানা গিয়েছে, হামিদ আলির কাছে প্রায় ২ লক্ষের বেশি টাকা ছিল। দুষ্কৃতীরা সেই টাকা লুঠ করে নিয়ে পালিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন নয় পুরনো সামগ্রিক বেচেই লক্ষী লাভ, জানুন কী ভাবে শুরু করবেন এই ব্যবসা
আরও দেখুন

ইতিমধ্যেই গোটা ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে মাধবডিহি থানার পুলিশ। খুনের ঘটনায় কারা যুক্ত, উদ্দেশ্যই বা কি ছিল, কেবল মাত্র ছিনতাইয়ের জন্যই খুন নাকি অন্য কোনও শত্রুতার কারণে এই ঘটনা - সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি দুষ্কৃতীদের ধরতে বেশ কয়েকটি থানাকে ইতিমধ্যেই সতর্ক করে দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman Businessman Murder: দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে খুন পূর্ব বর্ধমানে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল