TRENDING:

Bardhaman Boro Maa Kali: বর্ধমানের 'এই' কালী 'স্মার্ট গার্ল'! হোয়াটসঅ্যাপে আসে ভক্তদের মনস্কামনা, রোজ মাখেন নামী-দামি সংস্থার কসমেটিক্স! জানুন

Last Updated:

Bardhaman Boro Maa Kali: মা কালীর কাছে মনস্কামনা জানাতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, করতে পারবেন ফোনও! হ্যাঁ ঠিকই শুনেছেন স্বয়ং মা কালীর রয়েছে হোয়াটসঅ্যাপ, কিন্তু তা দেখার উপায় নেই অন্য কারও, শুধু দেখেন মা নিজে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান, সায়নী সরকার: এবার মা কালীর কাছে মনস্কামনা জানাতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, করতে পারবেন ফোনও! হ্যাঁ ঠিকই শুনেছেন স্বয়ং মা কালীর রয়েছে হোয়াটসঅ্যাপ, কিন্তু তা দেখার উপাই নেই অন্য কারও, শুধু দেখেন মা নিজে। হাজারও ভক্ত প্রতিদিন মেসেজ করে মনস্কামনা জানান বর্ধমানের জাগ্রত বড়মা কালীর কাছে। শুধু স্মার্টফোনই নয়, মা ব্যবহার করেন স্মার্ট ওয়াচ, ইয়ার ফোন, ইয়ার বার্ডস্, হেডফোন। এছাড়াও রয়েছে একাধিক কসমেটিক্স জিনিস, যা ব্যবহার করেন প্রতিদিন, সবই তাকে ভালবেসে দেন ভক্তরা। মা কালী এখানে কারও মা, আবার কারও কাছে মেয়ের মতো।
advertisement

বর্ধমানের জাগ্রত কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম বীরহাটার বড়মা। কালীবাজার এলাকায় অবস্থিত এই মন্দিরে সারাদিনে কয়েকশ ভক্তের যাতায়াত। মা-কে ভালবেসে কেউ দেন মোবাইল, কেউ দেন স্মার্ট ওয়াচ, কেউ আবার দেন কসমেটিক্স, যা প্রতিদিন ব্যবহারও করেন বড়মা। কাঁধে ঝোলানো থাকে একটি ফোন রাখার ব্যাগ, তাতেই থাকে সেই স্মার্টফোন, কাঁধে ঝুলানো আরেকটি ব্যাগে, সেখানে প্রতিদিন দেওয়া হয় হাত খরচের ৫১ টাকা। হাতে পরানো থাকে স্মার্টওয়াচ। শুধু একটি স্মার্টওয়াচ নয় বড়মার কাছে রয়েছে একাধিক স্মার্ট ওয়াচ ও বিভিন্ন ধরনের হেডফোন, যা প্রায়ই পাল্টে পাল্টে ব্যবহার করেন তিনি। বর্ধমানের বীরহাটার বড়মা, কারও কাছে মা আবার কারও কাছে মেয়ে। তাই তাকে বাড়ির মেয়ের মতো করে রাখেন সকলে। তাই প্রতিদিন সন্ধ্যা আরতির পরে মায়ের জন্য থাকে বিশেষ ব্যবস্থা।

advertisement

আরও পড়ুনঃ শতাব্দীতে একবারই ঘটে…! ২০২৫ সালের ডিসেম্বরে বিরলের চেয়েও বিরল যোগ, ধর্মীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, জানুন

মাকে মুখ মুছিয়ে মাখানো হয় নামিদামি কোম্পানির বডি লোশন, ক্রিম, বডি স্প্রে, চুলে লাগানো হয় সিরাম। ঠিক ঘরের একজনের মতই সাজিয়ে তোলা হয় মাকে। প্রধান পুরোহিত দেবাশিস মুখোপাধ্যায় বলেন, ভক্তরা নিজের মনের আকুতি থেকে দেন, নিজে যেমন ব্যবহার করেন সেই ভাবে মাকেও দেখেন। এখানে অনেক ভক্ত আসেন তারা নিজের মায়ের মতো করে এই মাকেও দেখেন। মায়ের কোনটা প্রয়োজন, গ্রীষ্মকালে কোনটা প্রয়োজন, শীতকালে কোনটা প্রয়োজন সেই ভাবেই জিনিসপত্র দেন।

advertisement

View More

আরও পড়ুনঃ রাত ১১’টা থেকে পরদিন দুপুর ৩’টের মধ্যে আপনার সন্তানের জন্ম? বড় হয়ে কেমন মানুষ হবে সে! জানুন…

কেউ স্মার্ট ওয়াচ দিচ্ছেন, কেউ দিচ্ছেন ফোন, আবার কেউ বা সাজের জিনিস। অনেকদিন ধরেই মায়ের কাছে রয়েছে কিপ্যাড ফোন, প্রায় তিন বছর আগে একজন ভক্ত মাকে স্মার্ট ফোন দেন, তিনি একটি সিমও দেন, এখনও পর্যন্ত প্রতি তিন মাস অন্তর ওই ভক্তই রিচার্জ করে দেন। তারপরে বর্ধমানের একটি ইলেকট্রনিক্সের দোকান থেকে একটি ফাইভ-জি নতুন ফোন দেওয়া হয় মাকে। এখন সেই ফোনই ব্যবহার করছেন মা। মায়ের ফোন নম্বর 9933784655 এই নম্বরে হোয়াটসঅ্যাপ চালু আছে, সেখানে ভক্তরা তাদের মনের ইচ্ছা জানান কিন্তু তা আমরা দেখি না, সেটা শুধু মা দেখেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাদির হাত ধরে বাংলার সূক্ষ্ম সুতি আবার ফিরছে, প্রাণ পাচ্ছে মসলিন শিল্প
আরও দেখুন

একমাস পর পর অটোমেটিক মেসেজ ডিলিট হয়ে যায়। পাশাপাশি তিনি আরও বলেন, নিজের বাড়ির মেয়ে যেমন রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখে নানা রকমের ক্রিম ব্যবহার করে, ঠিক সেই ভাবেই আমার এই মেয়েকেও নানান ভক্তের দেওয়া বিভিন্ন ক্রিম ও কসমেটিকস জিনিস দিয়েছে সাজাই। আমার মা স্মার্ট ছিলেন, আছেন, থাকবেন। বীরহাটার বড়মা কালী মন্দির কে কবে প্রতিষ্ঠা করেছিলেন তা সঠিকভাবে জানা যায়নি। কিন্তু সকলের ভালবাসা ও ভক্তিতে বড়মা হয়ে উঠেছেন কারও মা আবার কারও মেয়ে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman Boro Maa Kali: বর্ধমানের 'এই' কালী 'স্মার্ট গার্ল'! হোয়াটসঅ্যাপে আসে ভক্তদের মনস্কামনা, রোজ মাখেন নামী-দামি সংস্থার কসমেটিক্স! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল