TRENDING:

Bardhaman Accident: কালী ঠাকুর দেখে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা,মুখোমুখি বাইকের সংঘর্ষ, মৃত ১,আহত ৫

Last Updated:

ঠাকুর দেখতে যাওয়াই হল কাল! কালী ঠাকুর দেখে ফেরার সময় মেমারির বোষ্টম পাড়া এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১ আহত ৫

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: ঠাকুর দেখতে যাওয়াই হল কাল! কালী ঠাকুর দেখে ফেরার সময় মেমারির বোষ্টম পাড়া এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১ আহত ৫। মেমারির আমাদপুরে কালী ঠাকুর দেখে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম দিপক বাগ(২৮)।
বাইকের ছবি
বাইকের ছবি
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে,মেমারির আমাদপুর থেকে ঠাকুর দেখে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিন যুবক। অন্যদিকে, আর একটি বাইকে চেপে তিন যুবক যাচ্ছিলেন আমাদপুরের দিকে। বোষ্টমপাড়া এলাকায় দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনায় জখম ছয় জনকে মেমারি থানার পুলিশ মেমারি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

advertisement

স্থানীয় এক ব্যক্তি জানেন, একটি বাইকে চেপে ৩ যুবক মেমারি থেকে ঠাকুর দেখে বাড়ি ফিরছিলেন। অন্য একটি বাইকে ৩ যুবক জামালপুর থেকে ঠাকুর দেখে ফিরছিলেন। দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়, গুরুতর আহত তিনজনকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করা হয়েছে, বাকিরা মেমারি হাসপাতালে চিকিৎসাধীন।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
চোখ ধাঁধানো আলপনায় মোড়া মণ্ডপ, এমন নিখুঁত কাজ দেখতে দর্শকদের হুড়োহুড়ি
আরও দেখুন

আহত বাইক আরোহী সুমন সাঁতরা বলেন, ” আমাদপুর থেকে ঠাকুর দেখে ফিরছিলাম। বোষ্টমপাড়া মোড়ের কাছে দুর্ঘটনা ঘটে। দাদা, আমি এবং আমার ভাই একটি বাইকে ছিলাম। সামনের দিক থেকে একটি বাইক এসে সজোরে ধাক্কা মারে। ওরা আমাদপুরের দিকে যাচ্ছিল আর আমরা আমাদপুর থেকে ফিরছিলাম।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman Accident: কালী ঠাকুর দেখে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা,মুখোমুখি বাইকের সংঘর্ষ, মৃত ১,আহত ৫
Open in App
হোম
খবর
ফটো
লোকাল