TRENDING:

Oxygen Cylinder Black-Marketing: কালোবাজারির চেষ্টা! মেমারি থেকে ফের ৪৭টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার

Last Updated:

মোটা টাকা মুনাফা লোটার উদ্দেশ্যেই মেমারিতে এই অক্সিজেন সিলিন্ডারগুলি মজুত করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: ফের উদ্ধার ৪৭ টি অক্সিজেন সিলিন্ডার।উদ্ধার করলো মেমারি থানার পুলিশ। পূর্ব বর্ধমানের মেমারি ২ ব্লকের পাহাড়হাটি এলাকায় একটি গুদাম ঘর থেকে এই সাতচল্লিশটি জাম্ব অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করলো মেমারি থানার পুলিশ। সিলিণ্ডারগুলি জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। এই করোনা পরিস্থিতিতে অক্সিজেন সিলিন্ডারের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। অনেক করোনা আক্রান্ত অক্সিজেনের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। অক্সিজেনের জন্য হাহাকার চলছে চতুর্দিকে। ঠিক তখন কালোবাজারি করার জন্য প্রচুর সংখ্যায় অক্সিজেন সিলিন্ডার মজুত করে রাখছে একশ্রেণীর অসাধু ব্যক্তি। এই সুযোগে মোটা টাকা মুনাফা লোটার উদ্দেশ্যেই মেমারিতে এই অক্সিজেন সিলিন্ডারগুলি মজুত করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।
advertisement

গত রবিবার গোপন সূত্রে খবর পেয়ে মেমারি দুই নম্বর ব্লকের পাহাড়হাটি থেকে ১০টি অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করে মেমারি থানার পুলিশ। পরে আরও ৪টি অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়। সোমবার অভিযুক্ত দীপঙ্কর দত্তকে বর্ধমান আদালতে তোলা হলে চার দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়।

advertisement

পুলিশ সূত্রে জানা গেছে,বুধবার সকালে অভিযুক্ত দীপঙ্কর দত্তকে সঙ্গে নিয়ে মেমারী থানার ওসি দেবাশিস নাগের নেতৃত্বে ফের অভিযান চালায় পুলিশ।পাহাড়হাটি এলাকায় একটি গোডাউন থেকে আরও ৪৭ টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার হয়।পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া অক্সিজেন সিলিন্ডারগুলোকে জেলা স্বাস্থ্য দফতরের হাতে তুলে দেওয়া হবে। তদন্তকারী পুলিশ অফিসারদের সূত্রে জানা গিয়েছে, ধৃত দীপঙ্কর দত্ত কে হেফাজতে নিয়ে দীর্ঘ জেরা করা হয় তখনই সে আরো একটি গোডাউনে প্রচুর সংখ্যক অক্সিজেন সিলিন্ডার থাকার কথা স্বীকার করে এরপরই অভিযান চালিয়ে এই সাতচল্লিশটি অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

জেলার অ্যাম্বুলেন্স চালকদের একটা অংশ বেআইনিভাবে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার মজুদ করে রেখেছে বলে খবর ছিল পুলিশের কাছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কালনা থানার পুলিশ সাতটি অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করে। বেআইনিভাবে অক্সিজেন সিলিন্ডার মজুতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারপরই মেমারিতে রান্নার গ্যাসের গোডাউনের মধ্য থেকে অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করে পুলিশ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Oxygen Cylinder Black-Marketing: কালোবাজারির চেষ্টা! মেমারি থেকে ফের ৪৭টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল