TRENDING:

নিউটাউনে নাবালিকা ধ*র্ষণ এবং খু*নের ঘটনায় অভিযুক্ত রিকশা চালকই দোষী! রায় বারাসাত পকসো আদালতের

Last Updated:

নাবালিকাকে একা পেয়ে নিউটাউন এলাকার একাধিক ওলিতে গলিতে ঘুরিয়ে লোহার ব্রিজের কাছে একটি পরিত্যক্ত জঙ্গলে নিয়ে যায় সৌমিত্র। সেখানেই নাবালিকালে ধর্ষণ ও খুন করে সে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারাসাত, উত্তর ২৪ পরগণা, জিয়াউল আলম: নিউটাউনে নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্ত রিকশা চালক সৌমিত্র রায়কে দোষী সাব্যস্ত করল বারাসাত জেলা পকসো আদালত।
নিউটাউনে নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত রিকশা চালককে দোষী সাব্যস্ত করল বারাসাত পকসো আদালত
নিউটাউনে নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত রিকশা চালককে দোষী সাব্যস্ত করল বারাসাত পকসো আদালত
advertisement

চলতি বছরের ৬ ফেব্রুয়ারি নিউটাউনে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার করা হয় ই-রিকশা চালক সৌমিত্র রায়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মায়ের সঙ্গে বচসার পর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় নাবালিকা। দীর্ঘক্ষণ বাইরে থাকার পর রাত ১২টা নাগাদ জগৎপুর ৭ নম্বর এলাকা থেকে ওই নাবালিকা তার বাড়ি গৌরাঙ্গনগরে আসার জন্য একটি ই-রিকশায় উঠেছিল। সেই রিকশাটি ছিল সৌমিত্রর।

advertisement

আরও পড়ুনঃ বর্ষায় কেবল ইলিশ উৎসবই নয় সুন্দরবনে হয় ‘এই’ বিশেষ উৎসবও, যা অনেকেরই অজানা, উৎসাহের সঙ্গে সামিল হচ্ছেন বহু মানুষ

রিকশায় থাকা অন্যান্য যাত্রীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিয়ে, নাবালিকাকে একা পেয়ে সরাসরি বাড়ি না নিয়ে গিয়ে নিউটাউন এলাকার একাধিক ওলিতে গলিতে ঘুরিয়ে লোহার ব্রিজের কাছে একটি পরিত্যক্ত জঙ্গলে নিয়ে যায় সৌমিত্র। সেখানেই নাবালিকালে ধর্ষণ ও খুন করে সে। সিসিটিভি ফুটেজের পাশাপাশি আরও অন্যান্য তথ্য প্রমাণের উপর ভিত্তি করে গত ৯ অগাস্ট ভোর রাতে সৌমিত্রকে আটক করে পুলিশ।

advertisement

আরও পড়ুনঃ প্রতিবেশীর লালসার শিকার ১০ বছরের কিশোরী! ফাঁকা চাষের জমিতে নিয়ে গিয়ে… গ্রেফতার প্রৌঢ়

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

এরপর চলে পুলিশের জিজ্ঞাসাবাদ। আর সেখানেই অভিযুক্ত রিকশা চালকের কথাবার্তায় যথেষ্ট অসঙ্গতি খুঁজে পায় পুলিশকর্মীরা। তারপরেই গ্রেফতার করা হয় সৌমিত্রকে। সোমবার অভিযুক্তকে বারাসাত জেলা পকসো আদালতে তোলা হয়। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) অধীনে ১০৩(১),৬৫(১) এবং পকসো ৬ ধারায় দোষী সাব্যস্ত করেন বারাসাত জেলা পকসো আদালতের বিচারক। বুধবার সাজা শোনানো হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নিউটাউনে নাবালিকা ধ*র্ষণ এবং খু*নের ঘটনায় অভিযুক্ত রিকশা চালকই দোষী! রায় বারাসাত পকসো আদালতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল