বর্ষায় কেবল ইলিশ উৎসবই নয় সুন্দরবনে হয় 'এই' বিশেষ উৎসবও, যা অনেকেরই অজানা, উৎসাহের সঙ্গে সামিল হচ্ছেন বহু মানুষ
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
সংগৃহীত বীজকে বিশেষ পদ্ধতিতে লালন-পালন করে গড়ে তোলা হয় চারা। পরবর্তীতে সেগুলি রোপণ করা হয় নদীর ভাঙনপ্রবণ তীর ও জঙ্গল এলাকায়।
সন্দেশখালি, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: বর্ষার ভরা জোয়ারে সুন্দরবনে ‘ম্যানগ্রোভের বীজ বোনার উৎসব’। বর্ষার ভরা জোয়ারে যখন সুন্দরবনের নদী-খাঁড়ি জেগে ওঠে নতুন স্রোতে, ঠিক তখনই জন্ম নেয় ম্যানগ্রোভ গাছের অসংখ্য বীজ। সারা বছর এই সুযোগ মেলে না। তাই বর্ষা যেন সুন্দরবনের সবুজ পুনর্জন্মের এক অনন্য ঋতু।
আরও পড়ুনঃ বিমার টাকার ভাগ চাই! স্থানীয় নেতার অতাচার, মেরে ফেলার হুমকি! বাধ্য হয়ে চরম পদক্ষেপ মৃতের পরিবারের
উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে সেই সুযোগকে হাতছাড়া করছেন না এলাকার যুবক ও মহিলারা। রায়মনি স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে রায়মঙ্গল, কলাগাছি, বিদ্যাধরী নদীর তীরে নৌকা বেঁধে তারা ঝাঁপিয়ে পড়ছেন বীজ সংগ্রহে। ভেজা কাদামাটি, জোয়ারের টান সমস্ত প্রতিকূলতাকে অগ্রাহ্য করে হাতে তুলছেন কেওড়া, সুন্দরী, হেতাল, গরান, কাঁকড়া-সহ একাধিক ম্যানগ্রোভ প্রজাতির বীজ।
advertisement
আরও পড়ুনঃ সর্বনাশ! বিটি রোডের ধারে লাইট পোস্টে বইছে কারেন্ট, হাত দিলেই খেল খতম, পৌরসভার আড়ালে কাদের কুকীর্তি?
সংগৃহীত সেই বীজকে বিশেষ পদ্ধতিতে লালন-পালন করে গড়ে তোলা হয় চারা। পরবর্তীতে সেগুলি রোপণ করা হয় নদীর ভাঙনপ্রবণ তীর ও জঙ্গল এলাকায়। একদিকে যেমন প্রকৃতি ফিরে পায় তার হারানো সবুজ, অন্যদিকে নদীর ভাঙনও অনেকটাই রোধ হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের মতে, এ উদ্যোগ শুধু পরিবেশ রক্ষার প্রচেষ্টা নয়, বরং গ্রামীণ মানুষকে একসূত্রে বেঁধে রাখারও দৃষ্টান্ত। বর্ষার এই সময়টাই তাই এখানে পরিণত হয়েছে এক ধরনের উৎসবে – ‘সবুজ বীজ বোনার উৎসব’। তরুণ প্রজন্মের এই নিরলস প্রচেষ্টা নতুন করে আশা জাগাচ্ছে সুন্দরবনের বুকে। প্রকৃতি রক্ষার হাত ধরে গড়ে উঠছে সবুজের নতুন গল্প।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 5:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ষায় কেবল ইলিশ উৎসবই নয় সুন্দরবনে হয় 'এই' বিশেষ উৎসবও, যা অনেকেরই অজানা, উৎসাহের সঙ্গে সামিল হচ্ছেন বহু মানুষ