বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বারাসত ২৮ নম্বর ওয়ার্ডে অশ্বিনী পল্লী এলাকায়। বাড়ির লোকের অভিযোগ বিয়ের পর থেকেই পণের দাবি করে আসছিল শ্বশুর বাড়ির লোকজন। ঘটনার পরেই স্বামী সৌম্য দত্ত কে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ। ইতিমধ্যেই মৃত মেয়েটির বাবা বারাসত থানায় জামাই ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন।
advertisement
পরিবারের অভিযোগ পণের টাকার জন্য মেয়ের উপরে অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকজন। মাসখানেক থেকে সেই অত্যাচারের মাত্রা বেড়ে যায়। পাশাপাশি পরিবারের লোকজনের আরওঅত্যাচার এমনই পর্যায়ে পৌঁছায় যে নিজের প্রাণ দিতে হয় সুনিতাকে। গত দু-দিন আগেও দশ হাজার টাকা চেয়ে মেয়ে ফোন করে।বাবা সেই টাকা দিয়েও দেয়। কিন্তু পরবর্তীকালে আবারও পাঁচ লক্ষ টাকা দাবি করে শ্বশুরবাড়ির লোকজন। সেই টাকা না দেওয়াতেই এই খুন। মেয়েটির গায়ে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই দেহটিকে বারাসাত হাসপাতালে পাঠানো হয়েছে।
