অভিযোগ, এরপরই ইমরানের ব্যাগে থাকা কিছু অর্থ রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। ঘটনার পর হাসপাতাল সুপার ডঃ সুব্রত মণ্ডলের কাছে লিখিতভাবে গোটা ঘটনার বিষয়টি জানায় ওই কিশোর। এরপরই ডঃ মণ্ডল উদ্যোগী হয়ে তাঁকে নিজের ঘরে ডেকে পাঠান এবং ব্যক্তিগতভাবে সেই হারিয়ে যাওয়া টাকা ফেরত দেন ইমরানকে। দুস্থ পরিবারের ছাত্রের পাশে এভাবে দাঁড়ান জন্য ইমরানের পরিবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন হাসপাতাল সুপারের প্রতি।
advertisement
আরও পড়ুনঃ ভেঙে গেল বৈভব সূর্যবংশীর বিশ্বরেকর্ড, ইতিহাসের পাতায় আরও এক ভারতীয় তারকা
তাঁদের বক্তব্য, এই রকম মানবিকতা আমরা আশা করিনি। ডাক্তারের এমন ব্যবহার মন জয় করে নিয়েছে। ঘটনা প্রসঙ্গে ডঃ সুব্রত মণ্ডল বলেন,ওই ছেলেটির টাকা হারানোর ঘটনায় খুব খারাপ লেগেছিল। চেষ্টা করেছি ওর পাশে দাঁড়াতে। রোগী এবং তার পরিবারের পাশে দাঁড়িয়ে ডঃ মণ্ডল যে দৃষ্টান্ত স্থাপন করলেন, তা আজকের দিনে সরকারি হাসপাতালের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করল বলেই মত হাসপাতাল চত্বরে উপস্থিত একাধিক রোগী ও আত্মীয়দের। তবে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগী ও রোগীর পরিজনদের নিরাপত্তা থেকে সুরক্ষা সব ক্ষেত্রেই আরও কড়া নজরদারি আশা রাখছেন জেলার মানুষজন।
Rudra Narayan Roy