ঘটনাটি প্রকাশ্যে আসে ২০২১ সালে৷ অভিযোগ, সিরিয়াল এবং ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ দেওয়া হবে, এই টোপ দিয়ে একাধিক যুবতী এবং মহিলাদের নীল ছবিতে অভিনয় করতে বাধ্য করে একটি সংস্থা৷ এমন কি, মাদক খাইয়ে মহিলাদের সংজ্ঞাহীন করেও নীল ছবির শ্যুটিং করানোর অভিযোগ ওঠে৷ সেই ছবি দেখিয়ে ফের ওই মহিলাদের একই ধরনের ভিডিওয় অভিনয় করতে বাধ্য করা হত বলে অভিযোগ৷
advertisement
আরও পড়ুন: মহিলা ভাড়াটিয়ার বেডরুম, বাথরুমের বাল্বে গোপন ক্যামেরা! ফাঁস হল যুবকের কুকীর্তি
নিউ টাউন ছাড়াও উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুর, দক্ষিণ চব্বিশ পরগণার বকখালি সহ বিভিন্ন এলাকার বাসিন্দা বেশ কয়েকজন যুবতী এই চক্রের ফাঁদে পড়েন৷ পরে পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁরা৷ তদন্তে নামে বিধাননগর পুলিশ কমিশনারেট৷ একে একে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ৷
অভিযোগকারীদের আইনজীবী জানান, রীতিমতো টালিগঞ্জে অফিস খুলে এই প্রতারণার কারবার চালাত অভিযুক্তরা৷ এক অভিযোগকারিণী জানান, শ্যুটিংয়ের আগে ফুলকপির তরকারি খাইয়ে তাঁকে অচৈতন্য করে অশ্লীল ভিডিও তৈরি করা হয়৷ পরে বকখালিতে নিয়ে গিয়ে আটকে রেখে নীল ছবির শ্যুটিংয়ে বাধ্য করে প্রতারকরা৷