TRENDING:

Barasat Blast: ‘ওখানে লুকিয়ে বোমা তৈরি হতো’! বারাসত বিস্ফোরণস্থলে কী হত জানতে NIA তদন্ত দাবি বিজেপি-র

Last Updated:

শমীক বাবু দাবি করেন, এই গোটা ঘটনার দায়িত্ব নিতে হবে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারকে৷ তাঁর কথায়, ‘‘পুলিশ দিয়ে তদন্ত করালে হবে না৷ আমরা এনআইএ তদন্ত চাইছি৷ এনআইএ তদন্ত হলে প্রকৃত সত্য সামনে আসবে৷ কোন বিস্ফোরক ওখানে ছিল সেটা বেরিয়ে আসবে৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বারাসত বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানাল বিজেপি৷ রবিবারের বিস্ফোরণের ঘটনা নিয়ে তীব্র আশঙ্কা প্রকাশ করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য৷ বললেন, ‘‘এটা সাধারণ কোনও বাজি কারখানায় বিস্ফোরণ নয়, সমস্ত জেলায় এই ধরনের অবৈধ কারখানা তৈরি হয়েছে৷’’ বিজেপি নেতার দাবি, পুলিশ, নয় এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানাবেন তাঁরা৷
advertisement

বিজেপি নেতা বলেন, ‘‘কোন শব্দবাজি তৈরি করতে গেলে স্টোনচিপস লাগে? ওখানে স্টোন চিপস পাওয়া গিয়েছে৷ বিভিন্ন ধরনের রাসায়নিকের সন্ধান পাওয়া যাচ্ছে৷ ওখানে লুকিয়ে বোমা তৈরি হতো, মারণাস্ত্র তৈরি হতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য৷ এত বোমা আসছে কোথা থেকে?’’

আরও পড়ুন: ‘বাজি নয়, বোমা তৈরি হতো’, বারাসত বিস্ফোরণে জল্পনায় আইএসএফ ‘যোগ’

advertisement

শমীক বাবু দাবি করেন, এই গোটা ঘটনার দায়িত্ব নিতে হবে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারকে৷ তাঁর কথায়, ‘‘পুলিশ দিয়ে তদন্ত করালে হবে না৷ আমরা এনআইএ তদন্ত চাইছি৷ এনআইএ তদন্ত হলে প্রকৃত সত্য সামনে আসবে৷ কোন বিস্ফোরক ওখানে ছিল সেটা বেরিয়ে আসবে৷’’

অন্যদিকে, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, গোটা ঘটনা নিয়েই বড় দ্রুত সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছেন অনেকে৷ তাঁর কথায়, ‘‘এখানে দেখতে হবে কারও কোনও নির্দিষ্ট অনিয়ম ছল কি না, কেন এ ধরনের ঘটনা ঘটেছে? কেন এ ধরনের ঘটনা ঘটছে? সেগুলো দেখার বিষয়৷ মুখ্যমন্ত্রী যথেষ্ট কড়া বার্তা দিয়েছেন৷ পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে, সেটা দেখতে হবে৷’’

advertisement

আরও খবর: বারাসত বিস্ফোরণে ‘কাঠগড়ায়’‍ মন্ত্রী রথীন ঘোষ! বললেন, ‘বাজি তৈরি হতো না, মজুত হতো’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রবিবার সকাল ১০ টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বারাসতের নীলগঞ্জ এলাকা৷ ভেঙে পড়ে ঘটনাস্থলে থাকা বড়ির ছাদও৷ স্থানীয় সূত্রের খবর, ইতিমধ্যেই ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার হয়েছে ১২ জনের দেহ৷ আহত বহু৷ ৩ মহিলা ও ৩ শিশু বারাসত হাসপাতালে চিকিৎসাধীন৷ পাশের বাড়ির চিলেকোঠা থেকে পেয়ারা গাছের ডাল চতুর্দিকে ঝুলছে ক্ষতবিক্ষত দেহ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat Blast: ‘ওখানে লুকিয়ে বোমা তৈরি হতো’! বারাসত বিস্ফোরণস্থলে কী হত জানতে NIA তদন্ত দাবি বিজেপি-র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল