আরও পড়ুন: মানভূমে এই প্রথমবার রূপসী বাংলা পুরুলিয়া উৎসব
এই সাফল্যের জন্য কাকদ্বীপের বাপুজি পঞ্চায়েত পেল ‘সক্ষম গ্রাম পঞ্চায়েত সম্মাননা ২০২৩-২৪’ পুরস্কার। রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার পঞ্চায়েতের প্রধানের হাতে এই সম্মান তুলে দিয়েছেন। জানা গিয়েছে, আইএসজিপি-র পক্ষ থেকে প্রত্যেক পঞ্চায়েতকে নিঃশর্ত তহবিল দেওয়া হয়। সেই তহবিলের টাকা এই গ্রাম পঞ্চায়েত নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সেজন্য এই সম্মান তুলে দেওয়া হয়েছে।
advertisement
এই বিষয়ে বাপুজি গ্রাম পঞ্চায়েতের প্রধান লালচাঁদ নাইয়া বলেন, এই টাকা পাওয়ার ক্ষেত্রে পঞ্চায়েতের পক্ষ থেকে প্রথমে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ব্যাপারে একটি পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনা রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের কাছে পাঠাতে হয়। এরপর সেই টাকা অনুমোদন করা হলে পরিকল্পনা অনুযায়ী পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করা হয়। যার দরুন এই পুরস্কার এসেছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই পুরষ্কার পাওয়ায় খুশি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরাও। তিনি জানিয়েছেন, উন্নয়নকে বাপুজি গ্রাম পঞ্চায়েতের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া গিয়েছে। সেজন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আগামীদিনে এই গ্রাম পঞ্চায়েত আরও ভাল কাজ করবে সে ব্যাপারে আশাবাদী তিনি।
নবাব মল্লিক