স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বাঁকুড়ার সোনামুখী থানার নিত্যানন্দপুর গ্রামের বাসিন্দা নেপাল মন্ডলের সঙ্গে বাড়ির নিকাশি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে প্রতিবেশী বাবু মাঝির পরিবারের। বিবাদ গড়িয়েছে আদালত পর্যন্ত। বিষ্ণুপুর মহকুমা আদালতে দুই প্রতিবেশীর অশান্তি নিয়ে মামলা চলছে। এরই মাঝে ১২ অগাষ্ট স্থানীয় আর এক ব্যক্তি নেপাল মন্ডলের বাড়ির সামনে ইঞ্জিন ভ্যান থেকে খড় নামাচ্ছিলেন। বিষয়টি নিয়ে নেপাল মন্ডলের স্ত্রী উন্নতি মন্ডল প্রতিবাদ জানালে ঘটনাস্থলে হাজির হন বাবু মাঝি। অভিযোগ খড় নামানোর প্রতিবাদ করায় উন্নতি মন্ডলের সঙ্গে বচসায় জড়ান বাবু মাঝি। বচসা চরমে উঠলে বাবু মাঝি উন্নতি মন্ডলকে রাস্তায় ফেলে বেত দিয়ে এলোপাথাড়ি মারধর করেন।
advertisement
মামলা প্রত্যাহার না করলে উন্নতি মন্ডল ও তাঁর স্বামী নেপাল মন্ডলকে খুনের হুমকি দেওয়ার অভিযোগও উঠে বাবু মাঝির বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর জখম হন উন্নতি মন্ডল। ওই গৃহবধূর হাতে ও মুখে চোট লাগে। গুরুতর আহত উন্নতি মন্ডলকে সোনামুখী গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করান পরিবারের লোকজন। অভিযোগ দায়ের করা হয় সোনামুখী থানায়। ঘটনায় বাবু মাঝির কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতা উন্নতি মন্ডল ও তাঁর পরিবার। অভিযুক্ত বাবু মাজিকে গ্রেফতার করেছে সোনামুখী থানার পুলিশ। আজ অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে